ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হলে দেশে কমবে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০১:০০, ২ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হলে দেশে কমবে ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সরকারও দেশে দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। কখনও বাড়ছে, আবার কখনও কমছে। করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমিয়ে দিলেও দেশের বাজারে দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও অপেক্ষা করতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে গত ৩ নবেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। বুধবার সরকারী ক্রয় কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। এছাড়া বৈঠকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৩টি প্রস্তাব উত্থাপন করা হয়। এরমধ্যে ৩টি প্রস্তাব পাঠিয়ে ১০টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, দাম কমানোর বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে এখনও কোন প্রস্তাব আসেনি যদি প্রস্তাব আসে, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×