ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খেলবেন কি সাকিব, তাসকিন, সাইফ?

প্রকাশিত: ২৩:৫৪, ২ ডিসেম্বর ২০২১

খেলবেন কি সাকিব, তাসকিন, সাইফ?

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে থেকেও পরে ছিটকে যান সাকিব আল হাসান। আর পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের শেষ ম্যাচে আঙ্গুলের ইনজুরিতে পড়া ডানহাতি পেসার তাসকিন আহমেদ দলেই ছিলেন না। তবে দুজনকেই নেয়া হয়েছে মিরপুরে আগামী শনিবার থেকে অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় টেস্টের দলে। হ্যামস্ট্রিং ইনজুরির সঙ্গে লড়াই করা সাকিব ইতোমধ্যেই ফিটনেস টেস্ট উতরে গেছেন। তাই তার খেলার সম্ভাবনাই বেশি। তাছাড়া অনেক পর্যালোচনা করেই নেয়া হয়েছে তাকে দলে এবং নিজে যদি অস্বস্তি বোধ না করেন তাহলে খেলতে কোন বাধা থাকছে না। আর তাসকিনের আঙ্গুলে দেয়া ৪টি সেলাই মঙ্গলবার খোলা হয়েছে। দলের সঙ্গে আগামী ২ দিন অনুশীলনে তার অবস্থা দেখার পরই খেলার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আর চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ১৪ ও ১৮ রান করা ডানহাতি ওপেনার সাইফ হাসান টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। আপাতত দলের সঙ্গে থাকলেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। মিরপুর টেস্টের দলে ফিরেছেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলার তাসকিন ও নির্ভরযোগ্য বাঁহাতি অলরাউন্ডার সাকিব। দু’জনই খেলতে পারলে নিশ্চিতভাবেই শক্তি বাড়বে বাংলাদেশ দলের। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে সাকিব টি২০ বিশ^কাপের দুই ম্যাচ না খেলেই যুক্তরাষ্ট্র পাড়ি জমান এবং ২১ দিন পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন। এরপর আর ফিটনেস সমস্যায় খেলা হয়নি পাকদের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজ ও প্রথম টেস্ট। গত কয়েকদিন নিজের গড়া মাস্কো ক্রিকেট একাডেমিতে অনুশীলনও করেছেন। বিসিবির মেডিক্যাল টিম বুধবার তাকে দেখে সন্তুষ্টি জানায় এবং ফিটনেস টেস্টেও সন্তোষজনক দেখা গেছে সাকিবের অবস্থা। তাই এখন মিরপুর টেস্টে খেলবেন কিনা সাকিব সেটি পুরোপুরিই তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি যদি স্বাচ্ছন্দ্যবোধ করেন সেক্ষেত্রে খেলতে কোন সমস্যাই নেই। এই ম্যাচের আগে ২ দিনের অনুশীলন শেষেই বিষয়টি পুরোপুরি পরিষ্কার হবে। বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুলের কথায় কিছুটা আভাস পাওয়া গেল সাকিব খেলবেন। তিনি বলেছেন, ‘সাকিব এসেছে, তাইজুল ও মিরাজের ওপর যে দায়িত্বটা থাকে, সেটা সাকিবও ভাগাভাগি করে নিতে পারবে। তাই বোলিং ইউনিট আমাদের খুবই ভাল হবে। একজন অভিজ্ঞ ব্যাটারও আমরা পাব। মুশফিকুর রহিমের পাশাপাশি সাকিবও টিমকে সামনে এগিয়ে নিতে পারবে।’ তাসকিনের জন্যও আশাবাদী বাবুল। মঙ্গলবার সেলাই খোলা হয়েছে তার আঙ্গুলের, বুধবার অনুশীলন করেননি। দলের সঙ্গে ২ দিন অনুশীলনে তার হাত কতটা ভাল আচরণ করে তার ওপরই নির্ভর করছে তাসকিনের খেলা। বাবুল আশাবাদী এবাদত হোসেনের সঙ্গে মিরপুরে জুটি বেঁধে বল করবেন তাসকিন। তিনি বলেন, ‘নতুন বলে যদি বলি, এবাদত ভাল করছে, পাশাপাশি তাসকিন যদি খেলে, তাহলে নতুন বলের জুটিটা খুব ভাল হবে। মিরপুরে টি২০-তে তাসকিন খুব ভাল বোলিং করেছে, এর আগে বিশ্বকাপেও ভাল করেছে। সে ভাল অবস্থায় আছে।
×