ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথমবার সেরা পাঁচে আফ্রিদি ॥ লিটন, মুশফিক, তাইজুল, হাসান আলির উন্নতি

প্রকাশিত: ২৩:৫৩, ২ ডিসেম্বর ২০২১

প্রথমবার সেরা পাঁচে আফ্রিদি ॥ লিটন, মুশফিক, তাইজুল, হাসান আলির উন্নতি

স্পোর্টস রিপোর্টার ॥ সময় এখন শাহিন শাহ আফ্রিদির। টেস্ট, ওয়ানডে কিংবা টি২০, ইংল্যান্ড, আফ্রিকা কিংবা আমিরাত- বল হাতে সমানে আলো ছড়াচ্ছেন ২১ বছর বয়সী বাঁহাতি পাকিস্তানী পেসার। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া আফ্রিদি দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রানের বিনিময়ে শিকার করেন ৫ উইকেট। ফলে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন আফ্রিদি। আগের মতোই শীর্ষ চারে আছেন প্যাট কামিন্স, রবিচন্দ্রন আশি^ন, টিম সাউদি এবং জস হ্যাজেলউড। ৫ ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন আফ্রিদির সতীর্থ পেসার হাসান আলি। তিন ধাপ এগিয়ে ২৩ নম্বরের উঠেছেন প্রথম টেস্টে ৮ উইকেট নেয়া বাংলাদেশী স্পিনার তাইজুল ইসলাম। দলের ব্যর্থতার মাঝেও ১১৪ এবং ৫৯ রানের দারুণ দুটি ইনিংস খেলা লিটন দাস ২৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩১তম স্থানে উঠে এসেছেন। ব্যাটিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিমের। ৯১ ও ১৬ রান করা অভিজ্ঞ এ বাংলাদেশী ব্যাটসম্যান চার ধাপ এগিয়ে এখন ১৯তম স্থানে। চট্টগ্রামে ১৩৩ ও ৯১ রান করা পাকিস্তান ওপেনার আবিদ আলি ২৮ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন। সেরা পাঁচ যথারীতি অপররিবর্তিতÑ জো রুট, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, মার্নাস লাবুশেন ও রোহিত শর্মা। সেরা দশে ফিরেছেন নিউজিল্যান্ডের টম লাথাম ও শ্রীলঙ্কার দিমুথ করুনারতেœ। গলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ১৪৭ ও ৮৩ রানের ইনিংস খেলে লঙ্কান অধিনায়ক এগিয়েছেন ৪ ধাপ, আছেন সপ্তম স্থানে। ভারতের বিপক্ষে ড্র টেস্টে ব্যাট হাতে বড় অবদান রাখেন লাথাম। দুই ইনিংসে ৯৫ ও ৫২ রান করে ৮ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এখন তার অবস্থান ৯ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে নেইল ওয়াগনার, কাগিসেরা রাবাদা ও জিমি এ্যান্ডারসনকে টপকে ক্যারিয়ারসেরা পঞ্চম স্থান দখল করেন আফ্রিদি। সতীর্থ হাসান বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার শিকার ২টি। ৫ ধাপ এগিয়ে তিনি এখন ক্যারিয়ার সেরা ১১তম স্থানে। ভারতের বিপক্ষে কানপুর টেস্টে ৩টি করে মোট ৬ উইকেট নেয়া নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন প্রথমবারের মতো ঢুকেছেন সেরা দশে। ছয় ধাপ ওপরে উঠে তিনি এখন ৯ নম্বরে।
×