ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেসির ব্যালন ডি’অরে সমালোচনার ঝড়!

প্রকাশিত: ২৩:৫৩, ২ ডিসেম্বর ২০২১

মেসির ব্যালন ডি’অরে সমালোচনার ঝড়!

স্পোর্টস রিপোর্টার ॥ ‘লিওনেল মেসি জীবন্ত কিংবদন্তি। কিন্তু রবার্ট লেভানডোস্কির এবারের ব্যালন ডি’অর প্রাপ্য ছিল’। ফ্রান্সের প্যারিসে ২০২১ সালের ব্যালন ডি’অর জয়ী হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণার পর এই মন্তব্য করেছেন সুইডেনের তারকা ফরোয়ার্ড জ¬াতান ইব্রাহিমোভিচ। শুধু ইব্রা নয়, মেসির এই প্রাপ্তির বিরুদ্ধে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে চলেছে। জার্মানরা তো এটাকে মহাকেলেঙ্কারি হিসেবে আখ্যা দিচ্ছেন! অবশ্য মেসির পক্ষেও আছেন অনেকে। এই যেমন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, সঠিক ব্যক্তি হিসেবেই মর্যাদার এই এ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার ব্যালন ডি’অরে সেরা পাঁচের বাইরে ছিটকে গেছেন আরেক সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাত্র ১৭৮ পয়েন্ট পেয়ে সি আর সেভেন হয়েছেন ষষ্ঠ। রোনাল্ডোর ভক্ত-সমর্থকদের মতে, ষষ্ঠ হওয়ার মতো মৌসুম কাটাননি তিনি। তাই ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে তাকে ছয় নম্বর স্থান দেয়ার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশাল পোস্ট করেছেন লুকাস মেন্ডেস নামে এক রোনাল্ডো ভক্ত। সেই পোস্টে শুধু রোনাল্ডোর পক্ষেই কথা বলেননি মেন্ডেস। মেসির ব্যালন জয় নিয়েও প্রশ্ন তুলেছেন। দীর্ঘ পোস্টের এক জায়গায় মেসির ব্যালন জয়কে সরাসরি চুরি হিসেবে উল্লেখ করেন মেন্ডেস। এছাড়াও এবারের ব্যালন ডি’অর লজ্জাজনক ও কলুষিত ছিল বলে লিখেছেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে করা এই পোস্টে লাইক দিয়েছেন রোনাল্ডো নিজেই। পাশাপাশি মন্তব্যের ঘরে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ তারকা লিখেছেন, ‘এটিই তথ্য’। অর্থাৎ লুকাস মেন্ডেসের করা সেই পোস্টের সঙ্গে একমত পোষণ করেন রোনাল্ডো। সেই পোস্টে লাখ লাখ লাইক কমেন্ট আসছে। বিশ্বের বিভিন্ন জাতীয় দলের কোচ ও অধিনায়কদের ভোটাভুটিতে ৬১৩ পয়েন্ট পেয়ে এবারের ব্যালন ডি’অর জিতেছেন মেসি। দ্বিতীয় সেরা বেয়ার্ন মিউনিখের রবার্ট লেভানডোস্কি পেয়েছেন ৫৮০ পয়েন্ট। ব্যালন ডি’অরের এই ফল কিছুতেই মেনে নিতে পারছেন না জার্মানরা। জার্মানির সংবাদমাধ্যম, সাবেক ও বর্তমান খেলোয়াড় সবাই এর কড়া সমালোচনা করছেন। জার্মানির পত্রিকা বিল্ড ব্যালন ডি’অর নিয়ে তাদের লেখা খবরের শিরোনাম দিয়েছে এ রকম, ‘এটা কীভাবে সত্যি হয়! এটা রীতিমতো একটা কেলেঙ্কারি।’ ২০২০ সালের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে একচ্ছত্রভাবে এগিয়ে ছিলেন লেভানডোস্কি। কেননা ২০১৯-২০ মৌসুমে বেয়ার্নকে চ্যাম্পিয়ন্স লীগ, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। কিন্তু গত বছর করোনাভাইরাস মহামারীর কারণে পুরস্কারটি দেয়নি ফ্রান্স ফুটবল। আর তাতেই কপাল পোড়ে লেভার। তবে অনেকের ধারণা ছিল, এবার অর্থাৎ ২০২১ সালে এ্যাওয়ার্ডটি পাবেন পোলিশ তারকা লেভানডোস্কি। কারণ গত মৌসুমেও (২০২০-২১) লেভা ছিলেন দুর্দান্ত। বেয়ার্নকে জার্মান বুন্দেসলিগা ও জার্মান সুপার কাপ জিতিয়েছেন। বুন্দেসলিগা জয়ের পথে গড়েছেন অনন্য গোলের রেকর্ড। ৪১ গোল করে ভেঙ্গেছেন বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের কিংবদন্তি গার্ড মুলারের ৪৯ বছরের রেকর্ড।
×