ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার মিরপুর টেস্টের চ্যালেঞ্জ মুমিনুলদের

প্রকাশিত: ২৩:৫২, ২ ডিসেম্বর ২০২১

এবার মিরপুর টেস্টের চ্যালেঞ্জ মুমিনুলদের

মোঃ মামুন রশীদ ॥ সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শেষ। চট্টগ্রামে হওয়া সেই টেস্টের জন্য ছিল বাংলাদেশের ১৭ জনের দল। সাগরিকা টেস্ট পঞ্চম দিনের প্রথম সেশনেই শেষ হয়ে গেছে মঙ্গলবার। বুধবার ঢাকায় ফিরেছে উভয় দল। আজ থেকে শুরু হবে মিরপুর টেস্টের জন্য প্রস্তুতি। শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হওয়ার আগে দু’দিন প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। সফরকারী দল হিসেবে আগেভাগেই ২০ সদস্যের দল নিয়ে এসেছে পাকরা। সেখানে পরিবর্তন আনার সুযোগ নেই। তবে স্বাগতিক হিসেবে সুযোগ সবসময়ই থাকে। প্রথম টেস্টের দলে তাই ঘটেছে পরিবর্তন। বাংলাদেশ দল এখন মিরপুর টেস্টের জন্য ২০ জনের। একটিমাত্র টেস্টের জন্য এত বড় দল ঘোষণার পেছনে কারণও আছে। পাকদের বিপক্ষে মিরপুর টেস্ট ৮ ডিসেম্বর শেষ হবে। পরদিনই বাংলাদেশ দলকে উড়াল দিতে হবে নিউজিল্যান্ডের উদ্দেশে। সেজন্য জৈব সুরক্ষা বলয়ে নিতে হয়েছে ক্রিকেটারদের। তাই পাকদের বিপক্ষে সিরিজ চলতে চলতেই নির্বাচকদের ভাবতে হয়েছে পরের সিরিজ নিয়ে। তাছাড়া দলে আছে কিছু ইনজুরি সমস্যা। সবমিলিয়ে মিরপুর টেস্টের একাদশে আসতে পারে ২/৩টি পরিবর্তন। নিশ্চিতভাবেই মিরপুর টেস্টে পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের টপঅর্ডারে। বিশেষ করে ওপেনিং জুটিতে। সাইফ হাসান টাইফয়েড আক্রান্ত এবং তিনি চট্টগ্রাম টেস্টের উভয় ইনিংসে হয়েছেন ব্যর্থ। ইতোমধ্যেই প্রথমবার টেস্টে ডাক পেয়েছেন টি২০ স্পেশালিস্ট মোহাম্মদ নাইম শেখ। তার অভিষেক হওয়ার সুযোগ খ্বুই কম। কারণ, মাত্র ৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১টি অর্ধশতক আছে তার এবং ২১ মাস আগে সর্বশেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলে উভয় ইনিংসে শূন্যতে আউট হয়েছেন। প্রথম টেস্ট থেকে দলের সঙ্গে থাকা যুব বিশ^কাপজয়ী দলের টপঅর্ডার মাহমুদুল হাসান জয় সেক্ষেত্রে টেস্ট ক্যাপ পেয়ে যেতে পারেন। আর আবু জায়েদ রাহীর জায়গায় খেলতে পারেন অন্য কোন পেসার। রাহী দুই ইনিংসে ১৬ ওভার বল করে ৪ ইকোনমিতে ৬৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। মিরপুর টেস্টের দলে নেয়া হয়েছে তাসকিন আহমেদকে। যদিও তিনি এখন পর্যন্ত আঙ্গুলের ইনজুরিতে পুনর্বাসন প্রক্রিয়াই শেষ করতে পারেননি। স্কোয়াডে আরও আছেন সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা ও শহিদুল ইসলাম। তাদের মধ্যে যে কেউ এবাদত হোসেনের সঙ্গী হতে পারেন। সাকিব আল হাসানও ফিরতে পারেন একাদশে, সেক্ষেত্রে আবারও ছিটকে যাবেন ইয়াসির আলী রাব্বি। সাগরিকা টেস্টের তৃতীয় দিন দুপুর পর্যন্ত পাকিস্তানকে পেছনে ফেলে চাপেই রেখেছিল বাংলাদেশ। লম্বা সময় নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারার কারণে হেরে গেছেন মুমিনুল হকরা। হারের পেছনে মূলত দায়ী ব্যাটিং ব্যর্থতা। প্রথম ইনিংসে লিটন দাসের ১১৪ আর মুশফিকুর রহিমের ৯১ এবং দ্বিতীয় ইনিংসে লিটনের ৫৯ রানের ইনিংসগুলো আছে। কিন্তু বাকিরা ছিলেন ব্যর্থ। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক দুই ইনিংসেই বড় জুটি গড়েছেন। আবিদ প্রথম ইনিংসে ১৩৩ ও দ্বিতীয় ইনিংসে ৯১ এবং মাত্র ৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা শফিক ৫২ ও ৭৩ রান করেন। দুজন মিলেই চট্টগ্রাম টেস্টে করেছেন ৩৪৯ রান। সেখানে বাংলাদেশের ৪ টপঅর্ডার প্রথম ইনিংসে করেন ৪৯ আর দ্বিতীয় ইনিংসে ২৫! হিসেব কষলে ৮ জনে দুই ইনিংসে মাত্র ৬৪ রান। এমন বেহাল ব্যাটিংয়ে টেস্ট জেতা অসম্ভব এবং সেটাই হয়েছে। টেল এন্ডাররাও কোন অবদান রাখতে পারেননি। প্রথম ইনিংসে শেষ ৫৪ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৪ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টের আগে একাদশ সাজানোর অনেক বিকল্পই আছে টিম ম্যানেজমেন্টের হাতে। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার পরিকল্পনাটাই নিতে হবে সেজন্য। আর নতুন বলে পেসারদের উইকেটও নিতে হবে। অধিনায়ক মুমিনুল হকও চট্টগ্রামে হারের পর নতুন বলে উন্নতির ওপর জোর দিয়েছেন। আগামী ২ দিন মিরপুরে অনুশীলন করবে বাংলাদেশ দল। ইতোমধ্যে চট্টগ্রাম থেকে ফিরেছেও তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ও মূল মাঠে আজ দুপুরে এবং শুক্রবার সকালে অনুশীলন করবেন এই ২০ ক্রিকেটার। বড় দল গঠন নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরের জন্যই এত বড় দল। সবাইকে বাবলে রাখতে হচ্ছে, এখান থেকে বাবল আর ভাঙবে না। পাকিস্তানের বিপক্ষে সিরিজ ৮ তারিখ শেষ, ৯ তারিখই ওরা নিউজিল্যান্ডে রওনা হবে। ১৭ বা ১৮ জন যাবে। দুই টেস্টের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও আছে। সবকিছু বিবেচনায় নিয়েই রাখা হয়েছে ওদেরকে। ওদের অনুশীলন করতে হবে তো, বাবলের বাইরে থাকার সুযোগ নেই।’ দুই দিনের অনুশীলন শেষেই আসলে বোঝা যাবে শেষ পর্যন্ত কারা একাদশে খেলবেন। কারণ তাসকিন, সাকিব ইনজুরি কাটিয়ে ও ব্যর্থ সাইফ টাইফয়েড থেকে সেরে উঠে খেলার জন্য ফিট থাকবেন কিনা এসবও ভাবতে হবে। পাকিস্তান দলও জয় নিয়ে ফিরেছে ঢাকায় চার্টার্ড ফ্লাইটে। আজ থেকেই অনুশীলনে নামবে তারাও। পাক দলের জন্য অনুশীলনের মূল ভেন্যু মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠ। আজ সকাল ১০টা থেকে এবং পরদিন দুপুর দেড়টা থেকে এখানে প্র্যাকটিস করবে বাবর আজমের দল। পাশাপাশি তারা শেরেবাংলার মূল মাঠও ব্যবহার করতে পারবে হাল্কা গা গরমের জন্য। শনিবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানে ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে পাকদের, আর সিরিজ বাঁচাতে জিততেই হবে বাংলাদেশকে। কিন্তু পাকদের বিপক্ষে একটি ড্র ছাড়া বাকি ১১ ম্যাচই হারা মুমিনুলদের জন্য সেটা কঠিন চ্যালেঞ্জ।
×