ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত: ২৩:৪৭, ২ ডিসেম্বর ২০২১

দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে হওয়া মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রীমকোর্ট। বুধবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সকল অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে প্রাপ্তির ৯০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে মামলা নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা সুপ্রীমকোর্টে প্রেরণের নির্দেশ প্রদান করা হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’ চার আনসার প্রত্যাহার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুইটি গরুর সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় চার আনসারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি বিমানের পাখায় সংঘর্ষের ঘটনায় দুইটি গরু মারা যায়। বিমানে থাকা ৯৪ জন যাত্রী প্রত্যেকেই অক্ষত আছেন। জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইএ-৪৩৮) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানটি উড্ডয়নের সময় ডান পাখার সঙ্গে রানওয়েতে থাকা দুটি গরুর ধাক্কা লাগে। তৎক্ষণাৎ গরু দুটি মারা যায়।
×