ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে ৪০ বাংলাদেশী জাল পাসপোর্টসহ আটক

প্রকাশিত: ২৩:৪৭, ২ ডিসেম্বর ২০২১

ভারতে ৪০ বাংলাদেশী জাল পাসপোর্টসহ আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের মহারাষ্ট্র প্রদেশে জাল পাসপোর্টসহ ৪০ বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার প্রদেশটির ভিওয়ান্ডি শহরের পুলিশ তাদের আটক করে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রদেশটির ভিওয়ান্ডি শহর এবং থানে শহর থেকে তাদের অবৈধভাবে বসবাস করার অভিযোগে আটক করা হয়েছে। তারা ভিওয়ান্ডির তিনটি ভিন্ন ভিন্ন শহরে বসবাস করছিল। - খবর এএনআইয়ের। এক প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে ২০ জনকে প্রদেশটির শান্তিনগর থেকে আটক করা হয়েছে। এ ছাড়া ভিওয়ান্ডি শহর ও নারপোলি পুলিশ স্টেশন এলাকা থেকে ১০ জন করে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট, ভুয়া আধার কার্ড এবং প্যান (পারমানেন্ট এ্যাকাউন্ট নাম্বার) কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া ২৮টি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ, যার মূল্য ৯৪ হাজার ভারতীয় রুপী। পুলিশের দাবি, আটককৃতরা ইমো ব্যবহারের মাধ্যমে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করত।
×