ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহান বিজয় দিবস কুচকাওয়াজের লোগো উন্মোচন

প্রকাশিত: ২৩:৪৬, ২ ডিসেম্বর ২০২১

মহান বিজয় দিবস কুচকাওয়াজের লোগো উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বুধবার আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ এর লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় দিবস কুচকাওয়াজের লোগো উন্মোচন করেন। বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ারভাইস মার্শাল এম শফিকুল আলম। এছাড়াও আসন্ন বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণকারী এবং ঢাকা এরিয়ার উর্ধতন সামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আগামী ১৬ ডিসে¤¦র মহান বিজয় দিবস কুচকাওয়াজ যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার সঙ্গে জাতীয় প্যারেড স্কয়ারে উদযাপন হতে যাচ্ছে। এ বছর প্রথম বারের মতো ৬টি বন্ধুপ্রতিম দেশের সামরিক কন্টিনজেন্ট বিজয় দিবস কুচকাওয়াজে যোগদান করবে। জাঁকজমকপূর্ণ এই কুচকাওয়াজ আয়োজনের মাধ্যমে দেশবাসীর মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা জাগ্রত হবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ¦ল হবে বলে আশা করা যায়।-আইএসপিআর
×