ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের জন্য সুরক্ষা আইন করার দাবি

প্রকাশিত: ২৩:৪৪, ২ ডিসেম্বর ২০২১

মুক্তিযোদ্ধাদের জন্য সুরক্ষা আইন করার দাবি

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সুরক্ষা আইন করার জন্য অনুরোধ জানিয়েছেন সাবেক সেনা প্রধান লে. জেনারেল হারুনুর রশিদ। বুধবার মুক্তিযোদ্ধা দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছেন তা অতুলনীয়। এই বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাসসহ তুলে ধরতে হবে। এজন্য ১ ডিসেম্বরকে সরকারীভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণা ঘোষণা করতে হবে। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করেন। বুধবার ছিল বীর মুক্তিযোদ্ধাদের বিজয়ের প্রহর। সরকারীভাবে মুক্তিযোদ্ধা দিবসটি পালনের উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত বীর মুক্তিযোদ্ধাদের সেবামূলক প্রতিষ্ঠান ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশন দাবি জানিয়ে আসছে। এবারও দিবসটি পালন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বুধবার সচিবালয় লিংক রোডে বীর মুক্তিযোদ্ধা ও আগামী প্রজন্মের সমন্বয়ে এক পথ সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু করা হয় অনুষ্ঠান। সংগঠনের চেয়ারম্যান ড. এস. এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন খোতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল ওয়াব, বীর প্রতীক। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে সকল বীর মুক্তিযোদ্ধা ও প্রজন্মদের রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকা-ে জনগ-ের পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়। মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে মোঃ সাজ্জাদ হোসেন ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা আগামী প্রজন্মকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকা-কে বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
×