ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় আদিবাসী সমাবেশ ও সংস্কৃতি মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:৫৭, ১ ডিসেম্বর ২০২১

নওগাঁয় আদিবাসী সমাবেশ ও সংস্কৃতি মেলা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার ধনজইল উচ্চ বিদ্যালয় মাঠে সমতলের আদিবাসী সমাবেশ ও সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সমতলের আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সমাজের মূলধারার মানুষকে সংবেদনশীল করার লক্ষ্যে এর আয়োজন করা হয়। দিনব্যাপী এই আদিবাসী সমাবেশ ও সংস্কৃতি মেলায় সমতলের আদিবাসী মানুষের বৈচিত্রময় জাতিসত্বার জীবন জীবিকা ও সংস্কৃতি তুলে ধরা হয়। দাতা সংস্থা হেক্স-ইপারের সহায়তায় পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকো তাদের ইটুজিআই প্রকল্পের আওতায় এই সমাবেশের আয়োজন করে। সকালে আদিবাসী সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন, আরকোর সভাপ্রধান সাবেক এমপি শাহিন মনোয়ারা হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খ্যাতনামা উপন্যাসিক ও সাহিত্যিক হরিশংর জলদাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেক্স-ইপারের কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী, আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী, মহাদেবপুরের ইউএনও মিজানুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা প্রমুখ। মেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরতে ৯টি ষ্টলে তাদের সম্প্রদায়ের কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, জীবজন্তু শিকারের হাতিয়ার, গয়না, কাপড়-চোপর, তৈজষপত্রসহ নানা কারুকার্য ও অন্যান্য ঐতিহ্যসম্বলিত জিনিষপত্র প্রদর্শন করেন। এছাড়াও আরকোর সহায়তায় তাদের কর্ম এলাকায় বসবাসক্রাী জনগোষ্ঠীর উৎপাদিত উপকরন ১টি ষ্টলে প্রদর্শন করা হয়। বিকেলে অত্রাঞ্চলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ১০টি জাতিসত্তার সাংস্কৃতিক দল তাদের নিজ নিজ সংস্কৃতিতে মাদলের তালে তালে নেচে-গেয়ে এলাকা মুখরিত করে তোলে।
×