ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় টোয়াকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:৫৪, ১ ডিসেম্বর ২০২১

কুয়াকাটায় টোয়াকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কুয়াকাটায় ট্যুরিস্ট এসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াকের) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। আয়োজন করা হয়েছে টোয়াক স্পেশাল ডে। আজ বুধবার সকাল দশটায় পর্যটন কর্পোরেশন স্পট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়েছে। র্যালি শেষে পর্যটন মিলনায়তনে কুয়াকাটার উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। প্রধান অতিথি ছিলেন ট্যুরিজম বোর্ডের পরিচালক অতিরিক্ত সচিব আবু তাহের মোহাম্মদ জাবের। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টোয়াকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ পহেলা ডিসেম্বর কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকদের জন্য সকল সেক্টর থেকে বিশেষ ডিসকাউন্ট দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সড়ক থেকে সৈকতের বেলাভূমে বর্ণিল সাজসজ্জা রয়েছে। করা হয়েছে রাতের আলোকসজ্জা। রয়েছে বিশেষ কনসার্ট। টোয়াকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘিরে কুয়াকাটায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কুয়াকাটায় পর্যটক সেবার মান উন্নয়নে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এমনসব বিশেষ উদ্যোগ নেয়ার কথা জানালেন টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার।
×