ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপানে ওমিক্রন শনাক্ত

প্রকাশিত: ২৩:০৩, ১ ডিসেম্বর ২০২১

জাপানে ওমিক্রন শনাক্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হিসেবে প্রথম একজন রোগী পাওয়ার তথ্য নিশ্চিত করেছে জাপান। মঙ্গলবার দেশটিতে এক ব্যক্তির শরীরে করোনার এই ধরন শনাক্ত হয়। জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব বলেছেন, নামিবিয়া থেকে আসা এক ব্যক্তির ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। দেশে ফেরার পর বিমানবন্দরে পরীক্ষায় ৩০ বছরের ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছিল। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত, ২৬ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৮৩৮ জন। মৃত্যু ৫২ লাখ ২৭ হাজার ৯৩০ জন। মোট সুস্থ ২৩ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৮৯৩ জন। খবর জাপান টাইমস ও ওয়ার্ল্ডোমিটার্সের। জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ওই ব্যক্তির শরীরে ওমিক্রনের উপস্থিতি ধরা পড়েছে। ওমিক্রনে আক্রান্ত ব্যক্তি কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি জাপানের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তিকে একটি মেডিক্যাল স্থাপনায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকজনকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর মঙ্গলবার বিদেশীদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে জাপান। করোনার আগের সব ধরনের তুলনায় সম্ভাব্য অতি-সংক্রামক ওমিক্রন ২৪ নবেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়।
×