ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের লাল তালিকা থেকে বাদ বাংলাদেশ

প্রকাশিত: ২৩:০২, ১ ডিসেম্বর ২০২১

ভারতের লাল তালিকা থেকে বাদ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে ভারতের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেয়া হলো। বাংলাদেশের অনুরোধে ভারতের ওই ‘তথাকথিত’ তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেয়া হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ বর্তমানে করোনার ঝুঁকির সর্বনিম্ন অবস্থায় আছে। মৃত্যু ও আক্রান্ত একেবারেই কম। করোনার যে নতুন ধরন ওমিক্রনের কথা বলা হচ্ছে, সেটার ঝুঁকিও খুব কম। কারণ বাংলাদেশের সঙ্গে সরাসরি আফ্রিকার কোন দেশের বিমান যোগাযোগ নেই। ফলে হঠাৎ করে বাংলাদেশকে ভারতের লাল তালিকায় অন্তর্ভুক্তি বিস্ময় সৃষ্টি করে। এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, করোনা ভাইরাসের ওমিক্রন ধরন প্রতিরোধে কিছু পদক্ষেপ নেয় ভারত। বাংলাদেশকে ওই তালিকাভুক্ত করে ভ্রমণে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করে ভারতীয় কর্তৃপক্ষ। এমনকি পূর্ণডোজ টিকা নেয়া ভ্রমণকারীদের জন্য যে ছাড় দেয়া হচ্ছিল, সেটিও বাতিল করা হয়। ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর তা ছড়িয়ে পড়েছে আরও কয়েকটি দেশে। ওমিক্রন ধরাপড়া দেশগুলোর পাশাপাশি আরও কয়েকটি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষত্রে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে ভারত।
×