ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসির শোকেসে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর

প্রকাশিত: ২২:৩০, ১ ডিসেম্বর ২০২১

মেসির শোকেসে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর

জাহিদুল আলম জয় ॥ আগে থেকেই অর্জনের ভান্ডার পরিপূর্ণ। শুধু জাতীয় দলের জার্সিতে ট্রফি জয়ের আক্ষেপ ছিল। গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে সেই আক্ষেপ ঘোচান সুপারস্টার লিওনেল মেসি। ২৮ বছর পর শিরোপা জয়ের হাসি হাসে ফুটবলপাগল দেশ আর্জেন্টিনা। মূলত ওই সাফল্যের কারণেই এবার ২০২১ সালের ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড জিতে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার গভীর রাতে ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনে মেসির হাতে শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেয়া হয়। এবার রেকর্ড সপ্তমবারের মতো ফরাসী সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এই গৌরবগাথা অর্জনের পথে পিএসজিতে খেলা তারকা পেছনে ফেলেছেন জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কিকে। সবার সেরা হওয়ার পথে মেসি পেয়েছেন সর্বোচ্চ ৬১৩ পয়েন্ট। ৫৮০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন লেভা। তবে বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতে ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পেরেছে তিনি। মঞ্চে আবার মেসির হাত থেকে পুরস্কার নেন লেভানডোস্কি। এছাড়া সেরা নারী খেলোয়াড় হয়েছেন স্পেন ও বার্সিলোনার হয়ে খেলা আলেক্সিয়া পুটেয়াস, সেরা উদীয়মান খেলোয়াড় স্পেন ও বার্সিলোনার পেড্রি গঞ্জালেজ, ইতালি, এসি মিলান ও পিএসজির হয়ে পারফরমেন্সের সুবাদে সেরা গোলরক্ষক হয়েছেন জিয়ানলুইজি দোন্নারুমা ও চ্যাম্পিয়ন্স লীগ জিতে সেরা ক্লাবের পুরস্কার জিতেছে ইংল্যান্ডের চেলসি। ব্যালন ডি’অর জয়ের রেকর্ড আগে থেকেই আছে মেসির কব্জায়। এবার জিতে তিনি প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে দুইধাপ এগিয়ে গেছেন। মেসির সপ্তম ব্যালন ডি’অর জয়ের বিপরীতে রোনাল্ডো জিতেছেন পাঁচবার। মেসি আগের ছয়বার ব্যালন ডি’অর জিতেছেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। আগের ছয়বারই এই স্বীকৃতি তিনি পেয়েছেন স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনায় থাকাকালীন। কিন্তু গত আগস্টে প্রাণের ক্লাব বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করেন মেসি। এখন আছেন ফরাসী জায়ান্ট পিএসজিতে। তবে মেসি এবার এ্যাওয়ার্ডটা পেয়েছেন মূলত আর্জেন্টিনার হয়ে প্রথমবার কোপা আমেরিকা ট্রফি জয় করে। রেকর্ড সপ্তমবার ব্যালন ডি’অর জয়ের পর মেসি বলেন, দুই বছর আগে আমি মনে করেছিলাম হয়ত শেষবারের মতো এই পুরস্কারটি পেতে যাচ্ছি। তবে এখন আমি আবারও ফিরে এসেছি। আশা করছি ধারাবাহিকতা থাকবে। তিন সন্তান ও স্ত্রী এ্যান্টোনেলা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে প্যারিসের চ্যাটেলেট থিয়েটারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রঙিন মঞ্চে মেসি আরও বলেন, সবাই আমাকে জিজ্ঞেস করছিল কখন অবসরে যাব। তবে এখন আমি এখানে; সঙ্গতকারণে খুবই আনন্দিত। জানি না আরও কতদিন খেলা চালিয়ে যেতে পারব। তবে সেটা খুব বেশি কম সময়ও হবে না। আমি এই বছরটা উপভোগ করছি। আর্জেন্টিনার হয়ে আমার অর্জন স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার মনে হয় কোপা আমেরিকা জয়ের কারণেই আমি এ এ্যাওয়ার্ড পেয়েছি। আর তাই এ অর্জন আমি আর্জেন্টাইন সতীর্থদের উৎসর্গ করছি।
×