ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিয়া পরিবার খুনি পরিবার : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১:২২, ৩০ নভেম্বর ২০২১

জিয়া পরিবার খুনি পরিবার : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন জিয়া পরিবার একটি খুনি পরিবার। ওই পরিবার ৭৫এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছে তাদেরকে লালন পালন করেছে এবং ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখহাসিনাকে হত্যার চেষ্টা করেছে। লক্ষ লক্ষ আওয়ামীলীগের নেতা কর্মীকে হত্যা করেছে। মঙ্গলবার (৩০নভেম্বর) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক সদ্য অনুমোদনকৃত চরফ্যাশনের বেতুয়ায় নৌবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বজ্রগোপাল টাউন হলে উপজেলা প্রশাসনের আয়োজনে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।¡ সম্মানীত অতিথি ছিলেন, বাংলাদেশ নৌপরিবহনের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী, ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, প্রমুখ। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- বেগম খালেদা জিয়া চিকিৎসায় আছে কি নেই বাংলাদেশের মানুষ এটা নিয়ে ভাবতে চায়না। কারণ বেগম খালেদা জিয়া একটি অভিসপ্ত নাম। বাংলাদেশের পিছনে একটি অন্ধকারের নাম বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার সন্তান আরাফাত রহমান কোকো মানি লন্ডারিং মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামি হয়ে মাদকাসক্ত হয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আরেক সন্তান তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দুর্নীতিবাজ অপরাধীরা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছেন। নৌ প্রতিমন্ত্রী আরো বলেন- বর্তমান সরকারের সময়ে দেশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে দশ হাজার নৌপথ তৈরির সংকল্প নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আজকে ২৭ শ নৌ পথ তৈরি করেছি। যেসব নৌ-পথ যোগাযোগের সমস্যা তৈরি করছে সেগুলোকে আমরা ডেজিং এর মাধ্যমে সম্পাদন করার চেষ্টা করছি। ইতিমধ্যে বিআইডব্লিউটিএ ৪০ টি ড্রেজার সংগ্রহ করেছে। আরো ৩৫ টি ড্্েরজার সংগ্রহ করার প্রক্রিয়ায় আছে। এগুলো দিয়ে কাজ করলে নৌ পথে আর নাব্যতা থাকবেনা। চরফ্যাশনের এই নৌবন্দর থেকে এ অঞ্চলের মানুষ সুন্দরভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করতে পাড়বে। সুধী সমাবেশের আগে তিনি নৗপরিবহন মন্ত্রণালয় কর্তৃক সদ্য অনুমোদনকৃত চরফ্যাশনের বেতুয়ায় নৌবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
×