ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে ইতিহাসের মহানায়ক

প্রকাশিত: ২০:২৫, ১ ডিসেম্বর ২০২১

চলচ্চিত্রে ইতিহাসের মহানায়ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন ছিল সংগ্রামী, দেশবাসীর ভালবাসায় সিক্ত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী তিনি। একটি জাতির স্বাধীন স্বদেশভ‚মির লড়াকু স্থপতি। শেখ মুজিব চিরঞ্জীব। তাঁর অসমাপ্ত আত্মজীবনী গভীর অভিনিবেশের সঙ্গে পাঠ করলে অনুধাবন করা যায় যে, কত বিচিত্র চড়াই-উতরাইয়ের ভেতর দিয়েই না গেছে তাঁর জীবনকাল। কত নাটকীয়তায় তা পরিপূর্ণ। ভিন্ন অর্থে বলা সঙ্গত হবে যে তাঁর জীবনের ছত্রে ছত্রে রয়েছে চলচ্চিত্রের উপাদান। বড়ই গøানির বিষয় যে, ইতিহাসের মহানায়ককে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে আমাদের পঞ্চাশ বছর লেগে গেছে। এটাও দুর্ভাগ্য যে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র নির্মাণের কাজ পিছিয়ে গেছে করোনা মহামারীর কারণে। তবে শ্যাম বেনেগালের পরিচালনায় ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের নির্মাণ কাজ এখন এগিয়ে চলেছে। বছরের প্রথম মাসে মুম্বাইতে ‘মহরত’-এর মাধ্যমে শুরু হয়েছে ছবির প্রথম পর্বের কাজ। এটিও স্বস্তির সংবাদ যে, বঙ্গবন্ধুর জীবন নিয়ে পরিকল্পিত বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ সদ্যসমাপ্ত হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ রয়েছে মুক্তির মিছিলে। সব ঠিক থাকলে আগামী ২৬ মার্চ সারাদেশে মুক্তি পাবে। বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের আদর্শ এবং সঠিক ইতিহাসের অনেকটা এখনও নতুন প্রজন্মের কাছে অজানা। সেসব ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই নির্মাণ করা হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি। বঙ্গবন্ধু হত্যাকান্ড নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘৫৭০’। এ ছবিতে বঙ্গবন্ধুর লাশ বহন করা সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রের উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। এছবিটিও মুক্তির অপেক্ষায়। বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। সরকারী অনুদানে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। শুধু দেশেই নয়, বলিউডেও বঙ্গবন্ধুর জীবন নিয়ে ছবি নির্মিত হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘ব্যাটল ফর বেঙ্গল’। ২০২০-এর ১০ মার্চ নাগাদ পরিচালকের সঙ্গে ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস’ ছবির সিনেমাটোগ্রাফার আমির মোকরি ও এ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল চট্টগ্রামে লোকেশন দেখতে আসেন। তার মধ্যে বাংলাদেশে লকডাউন শুরু হলে ছবির কাজ স্থগিত হয়ে যায়। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরেক ছবি ‘চিরঞ্জীব মুজিব’। এই চলচ্চিত্রের আয়ের পুরোটা জমা হবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে। বঙ্গবন্ধুর ভূমিকায় দেখা যাবে গুণী অভিনেতা আহমেদ রুবেলকে। তার স্ত্রীর ভূমিকায় আছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। সবার আগে এই ছবিটিরই প্রদর্শনী হয়ে গেল রবিবার বঙ্গভবনের দরবার হলে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ চলচ্চিত্রটি দেখে মূল্যবান অভিমত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ধরনের চলচ্চিত্র নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধুর আদর্শ, জীবন ও কর্ম নিয়ে আরও ছবি নির্মাণের আহবানও জানান তিনি। বঙ্গবন্ধুর জীবননির্ভর চলচ্চিত্র থেকে নতুন প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবে নিশ্চয়ই। সে লক্ষ্যে মেধাবী নির্মাতাদের যেমন এগিয়ে আসতে হবে, তেমনি সরকারের পক্ষ থেকেও আরও বেশি অনুদানের দিকটি বিবেচনা করে দেখা চাই।
×