ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ২০ লাখ টিকা দিলো ফ্রান্স

প্রকাশিত: ১৮:৪৫, ৩০ নভেম্বর ২০২১

বাংলাদেশকে ২০ লাখ টিকা দিলো ফ্রান্স

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশকে ২০ লাখ ৬ হাজার ৪শ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার ( ৩০ নবেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা উপহার দেওয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ এই টিকা হস্তান্তর করেন। ফ্রান্সের পক্ষ থেকে ২০ লাখ ৬ হাজার ৪শ ডোজ টিকা উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
×