ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ১৮:২৬, ৩০ নভেম্বর ২০২১

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের একটি পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া চার ঘন্টা চেষ্টার পর বিকেলে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। আগুনে ফেব্রিক্স ও গার্মেন্টস এক্সেসরিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকার রিপন নীটওয়্যার লিঃ কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের জয়দেবপুর ষ্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি জরুন এলাকার রিপন নীটওয়্যার লিঃ কারখানার পাঁচতলা ভবনের নীচতলার গোডাউনে আগুনের সূত্রাপাত হয়। এ সময় কারখানায় শ্রমিক কর্মচারীরা কাজ করছিল। এ কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে। তারা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসে। ফেব্রিক্স ও কার্টুনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার শ্রমিক কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিডিএল ষ্টেশনের একটি, জয়দেবপুর ষ্টেশনের ৪টি ও কালিয়াকৈর ষ্টেশনের ২টি সহ মোট ৭টি ইউনিট পর্যাক্রমে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিকেল সোয়া চারটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। আগুনে গোডাউনে থাকা ফেব্রিক্স, গার্মেন্টস এক্সেসরিজ ও কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায় নি। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযায় নি।
×