ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা

প্রকাশিত: ১৭:৪৬, ৩০ নভেম্বর ২০২১

ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা

অনলাইন রিপোর্টার ॥ পেশাদার সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। ডিআরইউর নির্বাচন কমিশন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হয়েছে। ভোটাররা তাদের ইচ্ছে মতো পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এখন ব্যালট পেপারগুলো সমন্বিত করে মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে। সবগুলো পদে মোট সাড়ে ১৩শ’র মতো ভোট পড়েছে। এদিকে, দীর্ঘদিন প্রচার প্রচারণাসহ আজ দিনব্যাপী ভোটারদের কাছে ভোট চেয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের স্বাগত জানিয়ে কাঙ্ক্ষিত রায় পেতে এই প্রচারণা চালান তারা। ডিআরইউর মোট ২১টি পদের মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক পদ দুটি বিনা- প্রতিদ্বন্দিতায় বিজয়ী হওয়ায় বাকি ১৯টি পদে দিনব্যাপী ভোটগ্রহণ। হয় এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১ জন প্রার্থী।
×