ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে বিস্ময়কর উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে শেখ হাসিনা ॥ হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ১৭:২৩, ৩০ নভেম্বর ২০২১

বাংলাদেশকে বিস্ময়কর উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে শেখ হাসিনা ॥ হুইপ ইকবালুর রহিম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বাংলাদেশকে বিস্ময়কর উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রে উন্নত হয়েছে। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই শেখ হাসিনাকে দমাতে পারবে না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেমন একসূত্রে গাঁথা, তেমনি বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনা এখন সমার্থক। দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তনে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে মঙ্গলবার সকালে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এর আগে হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত রাখার লক্ষে তিনি নতুন জেনারেটর-এর উদ্বোধন করেন। সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নজমুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পারভেজ সোহেল রানা, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ প্রমুখ। একই দিন দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক মাহমুদ আখতার বুলু’র জীবন কর্ম নিয়ে রচিত বইয়ের মোড়ক উম্মোচন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। বইটি লিখেছেন কবি ও গবেষক চাষা হাবিব। এ সময় হুইপ বলেন, নতুন প্রজন্মদের মোবাইলের নেশা থেকে সরিয়ে বই পড়া নেশায় আসক্ত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে কবি ও লেখকদের যথেষ্ঠ অবদান রয়েছে। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সাংবাদিক চিত্ত ঘোষ, অধ্যক্ষ মোঃ মোজাম্মেল বিশ্বাস, অধ্যক্ষ ড. মাসুদুল হক, সহযোগী অধ্যাপক লাল মিয়া, বইয়ের লেখক চাষা হাবিব প্রমুখ।
×