ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলের সড়কের বেহাল অবস্থা

প্রকাশিত: ১৭:০৬, ৩০ নভেম্বর ২০২১

বাউফলের সড়কের বেহাল অবস্থা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ॥ পটুয়াখালীর বাঊফলের মধ্য মদনপুরা কাঞ্চন মিয়ার হাট থেকে বিলবিলাস বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। সড়কটির খানাখন্দের কারণে যোগাযোগ অনুপোযোগি হয়ে পরেছে। সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে স্কুল , মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শতশত ছাত্রছাত্রী , শিক্ষক , ব্যবসায়ী, বৃদ্ধা, শিশু ও পথচারীসহ জনসাধারণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দিয়ে অসংখ্য অটো রিকশা, অটোগাড়ি, মটরসাইকেল, প্রাইভেট কার ও মালামাল বহনকারী যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিদিনই দূর্ঘটনার শিকার হচ্ছে। এই সড়ক দিয়ে মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়, মধ্য মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মদনপুরা দাখিল মাদ্রসা, বিলবিলাস ফাজিল মাদ্রাসা, আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাতায়ত করেন। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাট কালাইয়া থেকে মধ্য মদনপুরা কাঞ্চন মিয়ার হাটের ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে মালামাল বহন করে। বর্ষা মৌসুমে ওই সব খানাখন্দে কাদা পানি জমে একাকার হয়ে যায়। ফলে এলাকাবাসিদের দু:খ দূর্দশার অন্ত নেই। দীর্ঘ ২ বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পরে থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মিলি আক্তার বলেন, ‘চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন আমাদের এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। তাই সড়কটি দ্রুত সংস্কারের জন্য আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’ মধ্য মদনপুরা কাঞ্চন মিয়া হাটের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘কালাইয়া বাজার থেকে দোকানের মালামাল নিয়ে ওই সড়ক দিয়ে যেতে সহজে কেউ রাজি হয়না। কেউ রাজি হলেও তাকে দ্বিগুণ ভাড়া দিতে হয় ।’ স্থানীয় বাসিন্দার দ্রুত সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
×