ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্ষতিগ্রস্ত ২৬০ পরিবারকে সহায়তা

প্রকাশিত: ১৪:১০, ৩০ নভেম্বর ২০২১

ক্ষতিগ্রস্ত ২৬০ পরিবারকে সহায়তা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ২৬০ পরিবারকে নগদ অর্থসহ বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে উপজেলার মহিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৬০ পরিবারের প্রত্যেককে তিন হাজার টাকা, একটি বালতিসহ হাইজিন কিট্স বিতরণ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বরিশাল অঞ্চলের প্রোগ্রাম অফিসার দূর্যোগ ও ব্যবস্থাপনা মিঃ স¤্রাট সেরাও। জানা গেছে এসব সহায়তা ছাড়াও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সংখ্যক গভীর নলকূপ স্থাপন করা হবে।
×