ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩ মাসের বাচ্চার পেটের ব্যথা

প্রকাশিত: ০০:০০, ৩০ নভেম্বর ২০২১

৩ মাসের বাচ্চার পেটের ব্যথা

* যদিও নাম 3 months colic। কিন্তু আসলে শুরু হয় ৬ সপ্তাহ বয়স থেকে। * প্রতি রাতে হুলস্থ’ল অবস্থা বাচ্চার অপ্রতিরোধ্য কান্না। কান্না থামছে না। পাড়া- প্রতিবেশীরা সব এক জায়গায় হয়ে গিয়েছে। কি হলো কি হলো...? কেউ বা মাকে বকাবকি করে মা’টা একদম take care করতে পারে না...। * সকালে আবার বাচ্চা খেলছে, হাসি-খুশি। বোঝাই যাবে না সে বাচ্চা রাতে এমনতর কেঁদেছিল। পায়খানা প্রস্রাব সব ঠিক আছে। ঠিক এমনটি চিত্র Infantle colic বা 3 months colic বা ৩ মাসের বাচ্চার পেটের ব্যথা। * কারণ তো তেমন কিছুই পাওয়া যায় না, তবে ধারণা করা হয় পেটের ব্যথা থেকে কান্নার উৎপত্তি। প্রায় ৪০% বাচ্চা এমন কান্না করতে পারে ৩ মাসের পর থেকে আস্তে আস্তে এ কান্নার ধরন ও প্রকোপ কমতে থাকে। * তেমন কোন নির্দিষ্ট চিকিৎসা নেই। পূর্বে Gripe water খাওয়ানো হতো। কিন্তু Gripe water-এর কার্যকারিতার কোন প্রমাণ পাওয়া যায় না। * সিমেথিকোন Flacol Drop-এর কিছুটা কমতে পারে। সম্প্রতি প্রবায়োটিক্স গবেষণায় ফলাফল বেশ ভাল। ৭০% Infantle colic কমে যেতে পারে প্রয়োবায়োটিক্স Entero germian ব্যবহারে। কি করবেন এ সময় বাচ্চা বুকে জড়ায়ে ধরুন বা কাঁধে নিয়ে পাঁয়চারি করুন। গুনগুন করে Lullaby গান। আদর করতে থাকুন, বাচ্চার সঙ্গে কথা বলুন। দেখবেন কান্না কমে আসবে। ও ভাববে এই তো আমার মা আমার আশ্রয় আমার চিরন্তন আশ্রয় তখন সে কান্না কমিয়ে দেবে। বাচ্চাকে আদর করার চেয়ে মহৌষধ আর নেই। ডাঃ এটিএম রফিক (উজ্জ্বল) রেজিস্ট্রার শিশু বিভাগ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা
×