ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কারাগারে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ২৩:৪৭, ৩০ নভেম্বর ২০২১

কারাগারে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা কারাগারে হাজতিদের মধ্যে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মহসিনুল হক ব্যক্তিগত উদ্যোগে এই সেলাই মেশিন প্রদান করেন। এ সময় জেলা ও দায়রা জজ মহসিনুল হক বলেন, কারাগারে থাকা দন্ডপ্রাপ্ত ও সাধারণ হাজতিদের অপরাধ সংশোধনের নিমিত্তে কারাগারে হস্তশিল্প প্রশিক্ষণের ব্যবস্থা রাখা প্রয়োজন। যাতে আসামিরা এখান থেকে মুক্তি লাভের পর কর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ ছানউল হক, বেসরকারী কারা পরিদর্শক পিপি আশরাফ হোসেন লাবু, বেসরকারী কারা পরিদর্শক ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেল সুপার নাসির উদ্দীন প্রধান।
×