ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কানপুরে ভারতকে হতাশায় ডুবিয়ে নিউজিল্যান্ডের রোমাঞ্চকর ড্র

প্রকাশিত: ২৩:৪১, ৩০ নভেম্বর ২০২১

কানপুরে ভারতকে হতাশায় ডুবিয়ে নিউজিল্যান্ডের রোমাঞ্চকর ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ড্র টেস্ট কতটা নাটকীয়, রুদ্ধশ্বাস আর রোমাঞ্চকর হতে পারে কানপুরে সেটিই দেখল বিশ্ব ক্রিকেট। ভারতের বাড়া ভাতে ছাই ঢেলে অবিস্মরণীয় এক ম্যাচে হার না মানা বীরত্ব নিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড। সোমবার শেষ দিনে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল বাকি ৯ উইকেট, কিউইদের আরও ২৮০ রান। ৯৮ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে নিউজিল্যান্ড। শেষ উইকেটে ৫২ বলে ১০ রানের অবিচ্ছিন্ন জুটি; রাচীন রবীন্দ্র ৯১ বলে ১৮ এবং এজাজ প্যাটেল ২৩ বলে ২ রান নিয়ে অপরাজিত থাকেন! মূলত ভারতীয় বংশোদ্ভূত দুই কিউই টেলএন্ডারের ৮.৪ ওভারের ইস্পাতসম দৃঢ়তার সঙ্গেই পেরে ওঠেনি অজিঙ্কা রাহানের দল! প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনদের সংগ্রহ ছিল ২৯৬ রান। ভারত ৩৪৫ ও ২৩৪/৭ ডিক্লেঃ। অভিষেকে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির অনন্য কীর্তি গড়ে ম্যাচসেরা হয়েছেন শ্রেয়াস আইয়ার (১০৫ ও ৬৫)। মুম্বাইয়ে আগামী শুক্রবার শুরু সিরিজ ফয়াসালার দ্বিতীয় ও শেষ টেস্ট। আলো স্বল্পতায় নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে বন্ধ হয়ে যায় পঞ্চম দিনের খেলা। তবে এর আগেই দিনের ৯০ ওভারের কোটা পূরণ করে ৯৪ ওভার বোলিং করে ফেলে ভারত। লক্ষ্য ২৮৪, জিততে হলে কিউইদের রেকর্ড গড়তে হতো। ভারতের মাটিতে নিউজিল্যান্ড তো বটেই বিশ্বের কোন দলেই ২৮০-এর বেশি রান করে জয়ের নজির নেই। ১ উইকেটে ৪ রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা। টম লাথাম ও নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিল সাবধানী ব্যাটিংয়ে প্রথম সেশন কাটিয়ে দেন। কিন্তু পরের ব্যাটসম্যানরা হতাশ করেন। নিয়মিত বিরতিতে উইকেট পতনে বদলে যায় চিত্র; ৭৬ রানের মধ্যে ৮ উইকেট হারায় তারা! ম্যাচ বাঁচাতেই তখন তাদের হিমশিম অবস্থা। রাচীন শেষ উইকেট জুটিতে এজাজকে নিয়ে ঠেকিয়ে দেন ভারতের নিশ্চিত জয়। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৩৪৫/১০ (১১১.১ ওভার; গিল ৫২, পুজারা ২৬, রাহানে ৩৫, আইয়ার ১০৫, জাদেজা ৫০, আশ্বিন ৩৮, যাদব ১০; সাউদি ৫/৬৯, জেমিসন ৩/৯১, এজাজ ২/৯০) ও দ্বিতীয় ইনিংস ২৩৪/৭ ডিক্লেঃ (৮১ ওভার; পুজারা ২২, আইয়ার ৬৫, আশ্বিন ৩২, ঋদ্ধিমান ৬১*, অক্ষর ২৮*; সাউদি ৩/৭৫, জেমিসন ৩/৪০)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৯৬/১০ (১৪২.৩ ওভার; লাথাম ৯৫, ইয়াং ৮৯, উইলিয়ামসন ১৮, টেইলর ১১, জেমিসন ২৩; আশ্বিন ৩/৮২, অক্ষর ৫/৬২) ও দ্বিতীয় ইনিংস ১৬৫/৯ (৯৮ ওভার; লাথাম ৫২, সমারভিল ৩৬, উইলিয়ামসন ২৪, রাচীন ১৮*, এজাজ ২*; আশি^ন ৩/৩৫, জাদেজা ৪/৪০)। ফল ॥ টেস্ট ড্র। ম্যাচসেরা ॥ শ্রেয়াস আইয়ার (ভারত)
×