ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যানসিটির জয়, চেলসির হোঁচট

প্রকাশিত: ২৩:৪০, ৩০ নভেম্বর ২০২১

ম্যানসিটির জয়, চেলসির হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে পেপ গার্ডিওলার দল রবিবার ২-১ গোলে পরাজিত করেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। তবে সিটিজেনদের জয়ের দিনে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করেছে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড। ব্লুজদের মাঠে এ দিন ১-১ ব্যবধানে ড্র করেছে রেড ডেভিলরা। এ ছাড়া, প্রিমিয়ার লীগের অন্যান্য ম্যাচে লিচেস্টার সিটি ৪-২ গোলে বিধ্বস্ত করেছে ওয়াটফোর্ডকে এবং ব্রেন্টফোর্ড ১-০ ব্যবধানে হারিয়েছে এভারটনকে। ইত্তিহাদ স্টেডিয়ামে এদিন ওয়েস্টহ্যামকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৩৩ মিনিটে ইকাই গুনদোগান গোল করে স্বাগতিকদের প্রথমে এগিয়ে দেন। তবে প্রথমার্ধে ম্যানসিটি আরও দুটি গোল পেত যদি না তাদের করা দুটি শট গোলবারে লেগে ফিরে না আসত। তাছাড়া অফসাইডের কারণেও এশটি গোল বাতিল হয়ে যায়। তবে বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামা ফার্নান্দিনহো ৯০ মিনিটের সময় গোল করে ব্যবধান বাড়ান। ৯৪ মিনিটে সময় ওয়েস্টহ্যামের বদলি খেলোয়াড় ম্যানুয়েল লানজিনি একটি গোল করে ব্যবধান কমান শুধু। এই জয়ের ফলে ওয়েস্টহ্যামের বিপক্ষে খেলা শেষ ১৩টি ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। দিনের আরেক ম্যাচে চেলসির মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে রেড ডেভিলরা। ম্যানইউ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেলেও ব্যতিক্রম দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অথচ দারুণ ছন্দে থাকা সিআর সেভেনকেই কি না এমন একজনকে হাইভোল্টেজ ম্যাচে শুরুর একাদশে রাখেননি সাবেক কোচ ওলে গানার সোলসজায়েরের উত্তরসূরী রাফ রাংনিক। তাতে অনেকেই বিস্মিত হয়েছেন। এর প্রভাব দেখা গেল ম্যাচেও। চেলসির মাঠ স্ট্যামফোর্ডব্রিজে পুরো ম্যাচেই কোণঠাসা হয়ে থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথম ভাগ কেটেছে নিষ্ফলা। দুটো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। জ্যাডন সাঞ্চোর সৌজন্যে ৫০ মিনিটে প্রথম গোলের দেখা পায় সফরকারী ম্যানইউ। ৬৯ মিনিটে পেনাল্টিতে গোল করে চেলসিকে ম্যাচে ফেরান জর্জিনহো। এরপর আর কেউ গোল করতে না পারলে সমতায় থেকেই শেষ হয় ম্যাচটি। এই ড্রয়ের পরও ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ১৮ পয়েন্ট নিয়ে আটে অবস্থান ম্যানইউর। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৯ পয়েন্ট। এ ছাড়া টার্ফ মুরে প্রচ- তুষারপাতের কারণে বার্নলি বনাম টটেনহামের ম্যাচটি বাতিল ঘোষণা করে লীগ কর্তৃপক্ষ।
×