ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় হকি দলের ক্যাম্প আজ থেকে শুরু

প্রকাশিত: ২৩:৩৯, ৩০ নভেম্বর ২০২১

জাতীয় হকি দলের ক্যাম্প আজ থেকে শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে ৯ দিনব্যাপী এশিয়ার সবচেয়ে মর্যাদার হকি টুর্নামেন্ট ‘হিরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে’। এতে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান। টুর্নামেন্ট সামনে রেখে আজ মঙ্গলবার থেকে সাভারের বিকেএসপিতে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে আছেন বিকেএসপির উপদেষ্টা কোচ মালয়েশিয়ার ইমান গোবিনাথান কৃষ্ণমূর্তি। যিনি আগেও ছিলেন জিমিদের কোচ। উদ্বোধনী দিনেই বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। এরই মধ্যে জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। দলে ডাকা হয়েছে ২৮ খেলোয়াড়কে। বাছাইকৃত খেলোয়াড়দের আজ সকাল ১০টায় বিকেএসপির ম্যানেজার বদরুল ইসলাম দিপুর কাছে রিপোর্ট করতে হবে। কোভিড ১৯ পরীক্ষা শেষে ১ ডিসেম্বর থেকে শুরু হবে অনুশীলন। প্রাথমিক দল ॥ বিপ্লব, নিপ্পন, অসীম গোপ, খোরশেদ, ফরহাদ, আশরাফুল, সোহানুর, মেহেদী, রেজাউল, মনোজ, শিশির, সারোয়ার, রাকিন, শাওন, রোমান, নাইম, ফজলে রাব্বি, নিলয়, প্রিন্স, জিমি, মিলন, কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, ইমন, রাকিবুল, মিমো, রাজিব দাস।
×