ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লা লিগায় ভিনিসিয়াস ঝলকে রিয়াল মাদ্রিদের জয়

প্রকাশিত: ২৩:৩৯, ৩০ নভেম্বর ২০২১

লা লিগায় ভিনিসিয়াস ঝলকে রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলের উঠতি তরুণ ভিনিসিয়ার জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে সফরকারী সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। পিছিয়ে পড়ার পরও রিয়ালের দারুণ জয়ের রূপকার ফরাসী ফরোয়ার্ড করিম বেঞ্জামা ও ব্রাজিলের ভিনিসিয়াস। বেঞ্জামার গোলে সমতা ফেরানোর পর ম্যাচ শেষের তিন মিনিট আগে ২১ বছর বয়সী উইঙ্গার ভিনিসিয়াস গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। পরশু রাতের অন্যান্য ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদ ৪-১ গোলে স্বাগতিক কাদিজকে, রিয়াল বেটিস ৩-১ গোলে লেভান্তেকে ও এস্পানিওল ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েডাডকে। বর্তমানে ১৪ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা এ্যাটলেটিকোর পয়েন্ট ২৯। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সোসিয়েডাড। ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে সেভিয়া। ম্যাচের প্রথমার্ধের অধিকাংশ সময় আধিপত্য বিস্তার করার পরও কোন পয়েন্ট ছাড়াই ফিরতে হয়েছে সেভিয়াকে। ১২ মিনিটে রাফা মিরের দর্শনীয় হেডে এগিয়ে যায় সফরকারী সেভিয়া। ৩২ মিনিটে করিম বেঞ্জামার গোলে সমতা ফেরায় রিয়াল। মুলত গোলরক্ষক বোনোর ভুলের সুযোগে সহজে গোলটি করেন ফরাসী ফরোয়ার্ড। চলতি মৌসুমে ৩৩ বছর বয়সী বেঞ্জামার এটি ১৯ নম্বর গোল। গত রাতে ঘোষণা করা ব্যালন ডি’র জয়ের দৌড়েও ছিলেন তিনি। বিরতির পর প্রাধান্য বিস্তার করে খেললেও গোলের দেখা মিলছিল না রিয়ালের। অবশেষে ৮৭ মিনিটে ভিনিসিয়াস চোখ ধাঁধানো গোল করে রিয়ালকে অবিস্মরণীয় জয় উপহার দেন। জিনেদিন জিদানের আমলে তেমন মূল একাদশে সুযোগ না পাওয়া ভিনিসিয়াস বর্তমানে ২৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন। মূলত বর্তমান কোচ কার্লো আনচেলোত্তির অধীনে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন প্রতিশ্রুতিশীল এই তরুণ। এটি রিয়ালের জন্যও বড় পাওয়া। কেননা ইডেন হ্যাজার্ডকে যে টার্গেট নিয়ে বার্নাব্যুতে এনেছিল রিয়াল সেটা পূরণ হয়নি। এখন ভিনিসিয়াস দারুণভাবে সেই অভাব পূরণ করে চলেছেন। এবার দৃশ্যপটে বদল আসতে শুরু করেছে। আনচেলোত্তির বিশ্বাস, ফিনিশিংয়ে আরও উন্নতি করে সেরাদের কাতারে ওঠার পথে আছেন ভিনিসিয়াস। রিয়াল বস বলেন, সেরাদের একজন হওয়ার দিকে আরেক ধাপ এগিয়ে গেছে সে। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে তার ড্রিবলিংয়ের গুণ সম্পর্কে আমি জানি। এটা আমাদের জন্য অনেক সুখকর একটা বিষয়।
×