ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়া রবির সেই শিক্ষক স্বপদে বহাল

প্রকাশিত: ২২:৪৯, ৩০ নভেম্বর ২০২১

১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়া রবির সেই শিক্ষক স্বপদে বহাল

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্বপদে বহাল রাখার আদেশ জারি করা হয়েছে। তবে তাকে নির্দিষ্ট ৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণসহ অন্য যাবতীয় একাডেমিক ও প্রশাসনিকসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। ২৮ নবেম্বর বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী ফারহানা ইয়াসমিনকে স্বপদে বহাল রাখার এ অফিস আদেশ জারি করেন। ওই অফিস আদেশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই ৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণসহ অন্য যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও অভিযুক্ত শিক্ষকের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। সোমবার দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী শামীম জানান, তাদের সকল শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে বিরত রেখে কর্তৃপক্ষ অফিস আদেশ জারি করায় এ বিষয়ে আপাতত নতুন করে কোন আন্দোলনে যাচ্ছেন না তারা।
×