ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টে শারীরিক উপস্থিতিতে বিচার কাল থেকে

প্রকাশিত: ২২:৪৮, ৩০ নভেম্বর ২০২১

সুপ্রীমকোর্টে শারীরিক উপস্থিতিতে বিচার কাল থেকে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল বুধবার থেকে সুপ্রীমকোর্টের উভয়বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হচ্ছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারপতিগণের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে। রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ডিসেম্বর বুধবার থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করত শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রীমকোর্টের উভয়বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ এক বছর ৯ মাস পর সুপ্রীমকোর্টের ্উভয় বিভাগে শারীরিক উপস্থিতি বিচারকাজ শুরু হতে যাচ্ছে। গত বছর মার্চে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘সাধারণ ছুটির’ সঙ্গে মিল রেখে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ফলে দেশের বিচার ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যায়। এর পর বিচারপ্রার্থীদের সুবিধার্থে সুপ্রীমকোর্টের অনুরোধে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপীল শুনানি, সাক্ষ্য বা যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দিতে পক্ষদের উপস্থিতি নিশ্চিত করতে আদালতকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষমতা দিয়ে গত বছর ৯ মে অধ্যাদেশ জারি হয়। পরদিন সুপ্রীমকোর্ট ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য ‘প্র্যাকটিস’ নির্দেশনা জারি করে। ১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবার ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়।
×