ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবীগঞ্জে থেকে উদ্ধারকৃত ৫টি পাখি অবমুক্ত

প্রকাশিত: ১৯:৫৬, ২৯ নভেম্বর ২০২১

নবীগঞ্জে থেকে উদ্ধারকৃত ৫টি পাখি অবমুক্ত

নিজস্ব সংবাদাদাত, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে থেকে উদ্ধার হওয়া ৫টি পাখি অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অফিস এরিয়ায় ৩টি শাকিল পাখি, ১টি পাহাড়ি ময়না, ১টি বকপাখি অবমুক্ত করা হয়। পাখিগুলো অবমুক্ত করেন- হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী। এ সময় অফিস স্টাফ রুপক দেবনাথ, রানা আহমেদ, তাপস ভর, অনুরঞ্জন অধিকারী উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিনের নেতৃত্বে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উপজেলার জন্তরী গ্রামে অভিযান চালিয়ে ওই ৫টি পাখি, শিকারের ফাঁদসহ দুই শিকারীকে আটক করেন। পরে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮(২) ধারার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুই শিকারীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার জন্তরী গ্রামের মগল মিয়া (৪০) ও কৈলাশপাড়া গ্রামের সচিন্দ্র সরকার (৪০)। ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেন- উদ্ধার হওয়া পাখিগুলোকে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ায় অবমুক্ত করা হয়েছে।
×