ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত বিজিবি সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন

প্রকাশিত: ১৬:০২, ২৯ নভেম্বর ২০২১

নীলফামারীতে ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত বিজিবি সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে ইউপি নির্বাচনী সহিংসতায় নিহত ৫৬ বিজিবির নায়েক সুবেদার রুবেল মন্ডল(৩৮) এর মরদেহ ময়না তদন্ত করা হয়েছে। আজ সোমবার (২৯ নবেম্বর ) দুপুর ১২টায় নীলফামারী জেনারেল হাসপাতালের চাক ঘরে তার লাশ ময়না তদন্ত সম্পন্ন করা হয়। এরপর নীলফামারী ৫৬ বিজিবি চত্বরে লাশের জানাজা শেষে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। গতকাল রবিবার (২৮ নবেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ঐ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৫ নম্বর কেন্দ্র পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষনা করা হয়। ওই ফলাফলা প্রত্যাখান করে হামলা চালায় পরাজিত প্রার্থী লাঙ্গল প্রতিকের সর্মথকরা হামলা চালায়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে। ওই গুলির ঘটনার সময় দায়িত্ব পালনকালে উক্ত বিজিবি সদস্যের মুখমন্ডলের চোয়ালে একটি গুলি লাগলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এছাড়া আহত হন বেশ কয়েকজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ললিত চন্দ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষে এখনও কোন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ও ৫৬ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও তাদের পক্ষেও গণমাধ্যম কর্মীদের কিছু জানানো হয়নি।
×