ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওমিক্রন ॥ ২০২০ সালের পর বিশ্ববাজারে জ্বালানি তেলে সবচেয়ে বড় দরপতন

প্রকাশিত: ১৫:৫৪, ২৯ নভেম্বর ২০২১

ওমিক্রন ॥ ২০২০ সালের পর বিশ্ববাজারে জ্বালানি তেলে সবচেয়ে বড় দরপতন

অনলাইন ডেস্ক ॥ বিশ্ববাজারে গত শুক্রবার ব্যারল প্রতি ১০ ডলার কমেছে জ্বালানি তেলের দাম। তেল সংস্থাগুলো জানিয়েছে, আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে ২০২০ সালের পর এটিই সবথেকে বড় দরপতন। এ বড় দরপতনের কারণ হিসেবে ধরা হয়েছে কোভিড ১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে। যা গোটা বিশ্বের বিনিয়োগকারীদের নতুন করে মহামারির ভয় দেখাতে শুরু করেছে। করোনার এ নতুন স্ট্রেইনের কারণে ব্যারল প্রতি ব্রেন্ট ক্রুড ৯.৫০ ডলার বা ১১.৬ শতাংশ কমেছে। দাম দাঁড়িয়েছে ৭২.৭২ ডলার। এটি সাপ্তাহিক পতনের ৮ শতাংশেরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের দাম শুক্রবার ১০.২৪ ডলার বা ১৩.১ শতাংশ কমেছে। বর্তমানে ব্যারল প্রতি দাম দাঁড়িয়েছে ৬৮.১৫ ডলার।
×