ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীবাড়ির ১২ ইউপিতে নৌকা স্বতন্ত্র সমান সমান

প্রকাশিত: ১৪:৪৫, ২৯ নভেম্বর ২০২১

টঙ্গীবাড়ির ১২ ইউপিতে নৌকা স্বতন্ত্র সমান সমান

সংবাদদাতা, টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ১২ টি ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৬ জন সহ স্বতন্ত্র ৬ জন প্রার্থী বিজয়ী হয়েছে। উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকে ৫৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান মাঝি বেলায়েত হোসেন লিটন তার নিকটতম প্রতিযোগী স্বতন্ত্র প্রার্থী জনি মল্লিক পেয়েছেন ১৯৮৫ ভোট। বালিগাঁও ইউপিতে নৌকা প্রতীক নিয়ে ৪৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান হাজী দুলাল হোসেন। তার নিকটতম প্রতিযোগী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন পেয়েছেন ৩৭১৪ ভোট। কাঠাদিয়া-শিমুলীয়া ইউপিতে নৌকা প্রতীক নিয়ে ৫৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান। তার নিকটতম প্রতিযোগী স্বতন্ত্র প্রার্থী নুর হোসেন বেপারী পেয়েছেন ২৪৮৮ ভোট। আউটশাহী ইউপিতে নৌকা প্রতীক নিয়ে ৬৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দার বেপারী। তার নিকটতম প্রতিযোগী স্বতন্ত্র প্রার্থী খসরু সিকদার পেয়েছেন ৪৪৮৭ ভোট। দিঘিরপাড় ইউপিতে নৌকা প্রতীক নিয়ে ৩০৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার। তার নিকটতম প্রতিযোগী স্বতন্ত্র প্রার্থী শামীম মোল্লা পেয়েছেন ২৩২৫ ভোট। আব্দুল্লাহপুর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে ৫১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া। তার নিকটতম প্রতিযোগী স্বতন্ত্র প্রার্থী মোঃ রাসেদ নবী পেয়েছেন ৫০১৮ ভোট। যশলং ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ৪৪৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন বাবু। তার নিকটতম প্রতিযোগী ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী আলমাস চোকদার পেয়েছেন ৪২০৫ ভোট। কামারখাড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৬৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লুৎফর হালদার খুকু। তার নিকটতম প্রতিযোগী ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের প্রার্থী মহিউদ্দিন হালদার পেয়েছেন ২৫৯৩ ভোট। আড়িয়াল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৪৮৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির হালদার। তার নিকটতম প্রতিযোগী ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দ্বীন ইসলাম শেখ নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৪১৬৮ ভোট। বেতকা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোটর-সাইকেল প্রতীক নিয়ে ৫০৮০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান রিগান শিকদার। তার নিকটতম প্রতিযোগী নৌকা প্রতিকের প্রার্থী মোঃ শওকত আলী খান মোক্তার পেয়েছেন ৪৫৬৩ ভোট। ধীপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ৪৯৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আক্তার হোসেন মোল্লা। তার নিকটতম প্রতিযোগী ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান মীর্জা বাদশা শাহীন পেয়েছেন ২৯৭৬ ভোট। হাসাইল-বানারী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটরসাইকেল প্রতীক নিয়ে ১৬২৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান দেওয়ান। তার নিকটতম প্রতিযোগী ছিলেন অপর স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকের দ্বীন ইসলাম বালা পেয়েছেন ১৫৩৬ ভোট। ১২ টি ইউনিয়নে বর্তমান ১১ জন চেয়ারম্যান নতুন করে প্রার্থী হলেও তাদের মধ্যে থেকে বিজয়ী হয়েছেন ৫ জন। বাকি ৭ জনের মধ্যে মধ্যে নবাগত ৫ জন আর দুই জন সাবেক চেয়ারম্যান ছিলেন।
×