ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারচুপির অভিযোগে ভোট বর্জন কারী প্রার্থীই জয়ী

প্রকাশিত: ১৪:৪৪, ২৯ নভেম্বর ২০২১

কারচুপির অভিযোগে ভোট বর্জন কারী প্রার্থীই জয়ী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কারচুপির অভিযোগে ভোট বর্জনকারী নৌকার প্রার্থী সোহেল রানাই অবশেষে জয়ী হয়েছেন। তৃতীয় দফায় রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে বালিয়াডাঙ্গীর ৫ নং দুওসুও ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী সোহেল রানা ভোট কারচুপির অভিযোগ তুলে সাংবাদিকদের ডেকে ভোট বর্জন করার ঘোষণা দেন। এসময় তিনি আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোর পূর্বক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিড়ে সীল মারা, পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে এবং ইউনিয়নে কোনো সুষ্ঠ ভোট হয়নি এমন অভিযোগসহ বেশকিছু অভিযোগ করেন। পরে ভোট গণনা শেষে দেখা যায় নৌকার মনোনিত সেই প্রার্থী সোহেল রানা ৫ নং দুওসুও ইউনিয়ন পরিষদে ২১১ ভোটে জয়ী হয়েছেন। এতে প্রার্থীর সমর্থকদের মাঝে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
×