ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাঞ্চের আগে বাংলাদেশের লিড ১৫৯ রান

প্রকাশিত: ১৩:০৪, ২৯ নভেম্বর ২০২১

লাঞ্চের আগে বাংলাদেশের লিড ১৫৯ রান

অনলাইন ডেস্ক ॥ চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তৃতীয় দিনের এলোমেলো বিকালের পর চতুর্থ দিনের সকালটাও গেছে ধাক্কায়। ২টি উইকেট পড়ে গেলেও গুরুত্বপূর্ণ ৭৬ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ১১৫ রান। লিড দাঁড়িয়েছে ১৫৯ রান। সকালে প্রথম ওভারেই ফিরে যান মুশফিকু রহিম। অথচ লিড বাড়ানোর জন্য টিম বাংলাদেশ তার দিকে তাকিয়ে ছিল। হাসান আলীর প্রথম ওভারে চার মেরে শুরু করেছিলেন তিনি। এক বল বিরতি দিলে তৃতীয় বলে ঘটে। এরপর লিড বাড়ানোর তাড়নায় জুটি গড়ে খেলেছেন লিটন-ইয়াসির। এই জুটিই মূলত রান বাড়াতে বড় ভূমিকা রেখেছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই জুটি দীর্ঘস্থায়ী হয়নি ইয়াসির রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে। ইনিংস মেরামতের পথে ৩০তম ওভারে শাহীনের শর্ট বল হেলমেটে লাগে ইয়াসিরের। তখনও ব্যাট করে যাচ্ছিলেন। পরের ওভারে আর ক্রিজে থাকেননি। রিটায়ার্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন। তার আগে লিটনকে সঙ্গে নিয়ে গড়েছেন ৪৭ রানের গুরুত্বপূর্ণ এক জুটি। এর পর মিরাজ-লিটন মিলে ২৫ রান যোগ করেছেন। হতাশা বাড়িয়ে দেওয়া এই জুটি ভাঙেন অফস্পিনার সাজিদ খান। মিরাজ এলবিডাব্লিউতে ফিরেছেন ১১ রান করে। রিভিউ নিয়েও তিনি বাঁচতে পারেননি। ইয়াসির সাজঘরে ফিরলে তার কনকাশন বদলি হয়ে নামেন নুরুল হাসান সোহান। এখন লিটনের সঙ্গী হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন। লিটন ব্যাট করছেন ৩২ রানে, সোহান এখনও রানের খাতা খুলেননি।
×