ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জ সদরে ৪টিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী

প্রকাশিত: ১২:৩২, ২৯ নভেম্বর ২০২১

হবিগঞ্জ সদরে ৪টিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা ও অপর ৪টিতে স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রিচি ইউনিয়নে আব্দুর রহিম, তেঘরিয়া ইউনিয়নে এম.এ মোতালিব, রাজিউড়া ইউনিয়নে বদরুল করিম দুলাল ও লস্করপুর ইউনিয়নে মাহবুবুর রহমান হিরু। বিজয়ী স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থীরা হলেন- লোকড়া ইউনিয়নে কায়সার রহমান (চশমা), গোপায়া ইউনিয়নে আব্দুল মন্নান (ঘোড়া), নিজামপুর ইউনিয়নে মোঃ তাজ উদ্দিন (আনারস) ও পইল ইউনিয়নে সৈয়দ মঈনুল হক আরিফ (ঘোড়া)। সদর উপজেলার ৮টি ইউনিয়নে জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৪৩ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৩, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩১২ ও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১০১ জন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৩৮৪ জন। রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।
×