ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় নির্বাচনি সহিংসতায় নিহতের ঘটনায় আটক ৫

প্রকাশিত: ১৯:৫৪, ২৮ নভেম্বর ২০২১

খুলনায় নির্বাচনি সহিংসতায় নিহতের ঘটনায় আটক ৫

ষ্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় নির্বাচনি সহিংসতায় তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কুলাপাটগাতি গ্রামের বাবুল শিকদার (৪০) নিহতের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচ জনকে আটক করেছে। নির্বাচনের আগের দিন শনিবার (২৭ নবেম্বর) রাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন বাবুল। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২৮ নবেম্বর) সকালে ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়রা জানায়, নিহত বাবুল শিকদার মধুপুর ইউনিয়নের সদস্য (মেম্বার) প্রার্থী রিপন শেখের সমর্থক ছিলেন। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল আলম বলেন, ঘটনার পরই অভিযান চালিয়ে হামলা ও হত্যায় জড়িত থাকা সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, নিহত বাবুল ওই ইউনিয়নের কুলাপাটগাতি গ্রামের সিরাজ শিকদারের ছেলে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামালায় শনিবার রাতে তিনি আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার ভোরে মারা যান। পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে কুলাপাটগাতি গ্রামের বাবুল শিকদারকে প্রতিপক্ষের লোকজন শনিবার রাত সোয়া ১২টার দিকে হাতুড়িসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় নেয়ার প্রচেষ্টাকালে রবিবার ভোর সোয়া ৬টার দিকে তিনি মারা যান।
×