ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইবির প্রশাসনিক ১২ পদে নতুন মুখ

প্রকাশিত: ১৮:৫২, ২৮ নভেম্বর ২০২১

ইবির প্রশাসনিক ১২ পদে নতুন মুখ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা, হল প্রভোস্ট, প্রেস প্রশাসক, আইসিটি সেল, আইকিউএসি ও টিএসসিসি’র পরিচালকসহ (ইবি) প্রশাসনিক ১২টি পদে রদবদল করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তাদেরকে নিয়োগ দিয়েছেন। রবিবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর বিষয়টি নিশ্চিত করেছে। রেজিস্ট্রার দফতর সূত্রে, বিশ^বিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলিনা নাসরিন। টিএসসিসি’র পরিচালক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিন ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. শামসুল আলমকে দায়িত্ব পেয়েছেন। তারা এক বছর এসব পদে দায়িত্বপালন করবেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মনিরুজ্জামান। একই সঙ্গে অতিরিক্ত পরিচালক হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মহব্বত হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা তিন বছরের জন্য এসব পদে নিয়োগ পেয়েছেন। এছাড়া বিশ^বিদ্যালয়ের ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলাম ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. খালিদ হোসেন জুয়েল, আইসিটি সেলের সহকারী পরিচালক হিসেবে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মুনতাসির রহমান ও আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক সাদেক আলী নিয়োগ পেয়েছেন। তারা এক বছর এসব পদে দায়িত্বপালন করবেন।
×