ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে ইউপি নির্বাচন চলাকালে সংঘর্ষে, আহত ৩০

প্রকাশিত: ১৮:১৫, ২৮ নভেম্বর ২০২১

নরসিংদীতে ইউপি নির্বাচন চলাকালে সংঘর্ষে, আহত ৩০

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংস ঘটনার মধ্য দিয়ে নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ২২ ইউনিয়নে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশের এএসআই সাঈদ আনোয়ার সহ আহতদেরকে নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এলাকাবাসীরা জানায় নরসিংদী সদর উপজেলার করিমপুর, নজরপুর, চিনিশপুর ও রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে ভোট চলাকালে দুপুরের দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এসময় ককটেল বিস্ফোরন ও গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩০ জন আহত হয়। কিছু কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় ভোটগ্রহণ চলে। জানা গেছে, নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মমিনুর রহমান আপেল প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকদের মধ্যে দুপুর দেড়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দু’ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়লে কমপক্ষে ১৫ জন আহত হয়। এছাড়া দুপুর ২ টার দিকে নজরপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল হক স্বপন, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন সরকারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে প্রায় ১০ জন আহত হয়। একই সময়ে চিনিশপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান ও প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী তুহিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে ইট পাটকেলে পুলিশের এএসআই সাঈদ আনোয়ার আহত হন। দুপুরের পর বেলা আড়াইটার দিকে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সানজিদা সুলতানা নাসিমার সমর্থক রায়পুরা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন অপু প্রতিপক্ষের গুলিতে গুরুত্বর আহত হয়। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিষয়টি সম্পর্কে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাহেদ আহমেদ তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
×