ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্ত্রীর গরম তেলে দগ্ধ স্বামী, ১০ দিন পর উদ্ধার

প্রকাশিত: ১৭:৪৫, ২৮ নভেম্বর ২০২১

স্ত্রীর গরম তেলে দগ্ধ স্বামী, ১০ দিন পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে পারিবারিক কলহের জেরে স্বামী আমিনুল ইসলামের (৩০) শরীরে গরম তেল ঢেলে দিয়েছেন স্ত্রী ফরিদা (২৭)। এ ঘটনার দশদিন পর রবিবার দুপুরে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া মুক্তার আলীর বাড়ি থেকে আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী স্বামী আমিনুল ফরিদপুরের বালিয়াডাঙ্গী থানার রতনাই বাঘা গ্রামের মোঃ হাশেম আলীর ছেলে। অভিযুক্ত স্ত্রী ফরিদা একই জেলার পাংশা থানার হরিনাডাঙ্গী গ্রামের আকবর আলীর মেয়ে। তারা সাভারের ওই এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করেন। জানা গেছে, গত ১৯ নবেম্বর স্ত্রী ফরিদা তার স্বামী আমিনুলের শরীরে রান্নার গরম তেল ঢেলে দেয়। পরে ওই অবস্থায় তাকে ঘরের ভেতরে আটকে রাখে। এ ঘটনার দশদিন পর স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।
×