ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশিত: ১৪:৪১, ২৮ নভেম্বর ২০২১

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

অনলাইন ডেস্ক ॥ নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে আজও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রাজধানীর ধানমন্ডি-২৭ নাম্বার এলাকায় এই সড়ক অবরোধ ঘটনা ঘটে । জানা গেছে, আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয়। ধানমন্ডি-২৭ রাপা প্লাজার সামনের সড়কে শিক্ষার্থীলা অবস্থান নিলে মিরপুর সড়ক-নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সীমিত করা হয়। মানিকমিয়া এভিনিউ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের গাড়ি ডাইভারসন করতে দেখা গেছে। ধানমন্ডি-২৭ এলাকা সরেজমিনে দেখা যায়, নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের মৃত্যুর প্রতিবাদে সড়কে অবস্থান থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। সেখানে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর গভর্মেন্ট কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল স্কুুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।
×