ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ১৪:১১, ২৮ নভেম্বর ২০২১

হাটহাজারীতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ আজ ( রবিবার) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ১৩ টি ইউনিয়ন পরিষদে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। ১৩ টি ইউনিয়নের মধ্যে ১২ টি ইউনিয়নে মোট ১শ ২১টি ভোটকেন্দ্রে ৬ শ ৩৩ টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে।উপজলার চিকনদন্ডী ইউনিয়নে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। ভোট গ্রহণে দায়িত্ব পালন করছেন ১ শ ২১ জন প্রিজাইডিং অফিসার, ৬ শ ৩৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১২ শ ৬৬ জন পোলিং অফিসার। উল্লেখিত ১৩ ইউনিয়নে মোট ভোটা সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৯'শ ৯৩ জন। তন্মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৩১ হাজার ৯'শ ১৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭৯ জন। এখানে ১৪ টি ইউনিয়নের মধ্যে ফরহাদাবাদ ইউনিয়নে মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন স্থগিত রয়েছে। বাদবাকী ১৩ টি ইউনিয়নের মধ্যে গুমানমর্দ্দনে আওয়ামী লীগ দলীয় বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান ও মেখলে বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী একক প্রার্থী হওয়ায় এ দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা।
×