ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে পুড়ে যাওয়া বস্তির একটি মানুষও না খেয়ে থাকবে না ॥ রাসেল

প্রকাশিত: ১২:২৮, ২৮ নভেম্বর ২০২১

টঙ্গীতে পুড়ে যাওয়া বস্তির একটি মানুষও না খেয়ে থাকবে না ॥ রাসেল

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, টঙ্গীতে পুড়ে যাওয়া বস্তির একটি মানুষও না খেয়ে থাকবে না। বাসস্থানেরও ব্যবস্থা করা হবে সবার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতিনিধি হয়ে আমি আপনাদের পাশে আছি। সরকার সব ধরনের সহায়তা করবে সব বস্তিবাসীদের। মন্ত্রী শনিবার রাতে টঙ্গীতে পুড়ে যাওয়া মাজার বস্তির বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ আনুষ্ঠানে এসব কথা বলেন। ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের মাঝে সাড়ে ১৬ কেজির খাদ্য সামগ্রীর প্যাকেজ প্যাকেট বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি,,১ কেজি লবন, ১ কেজি তেল, নুডুলস ও একটি করে কম্বল। শনিবার ভোররাতে টঙ্গী বাজার মাজার বস্তিতে এক ভয়াবহ আগুনের ঘটনায় প্রায় ১ হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়ে পুরো বস্তুির সব মানুষ।
×