ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোহামেডানকে হারিয়ে মেরিনার চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০১:৩১, ২৮ নভেম্বর ২০২১

মোহামেডানকে হারিয়ে মেরিনার চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ আগের ম্যাচে ড্র করলেই শিরোপাজয় নিশ্চিত ছিল। কিন্তু প্রতিপক্ষ আবাহনী শেষ ৪২ সেকেন্ড দুটি গোল করে অবিশ^াস্যভাবে ম্যাচে জিতে যায়। ফলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের প্রিমিয়ার হকি লীগের চ্যাম্পিয়ন দল হিসেবে উৎসব করাটা প্রলম্বিত হয়ে যায়। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লীগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে ঠিকই কাক্সিক্ষত শিরোপাটা নিজেদের করে নেয় ঐতিহ্যবাহী এই ক্লাবটি। এটা তাদের দ্বিতীয় শিরোপা। ২০১৬ সালে তারা অর্জন করেছিল প্রথমবারের মতো শিরোপা। ১৫ ম্যাচে ১৪ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো মেরিনার। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট মোহামেডানের। শিরোপা জিততে শনিবার মেরিনার্সের দরকার ছিল মাত্র ১ পয়েন্ট। আগের আবাহনীর বিপক্ষে এই সমীকরণ মেলাতে গিয়ে ব্যর্থ হয়েছিল তারা। মোহামেডানের বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ায় কিছুটা শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা অমূলকে পরিণত হয়। ম্যাচে ১০ মিনিটে পিসি পায় মোহামেডান। অধিনায়ক রাসেল মাহমুদ জিমির পুশ কামরুজ্জামান পিন্টু স্টপ করার পর আর্জেন্টাইন গণসালো পেইয়াতের হিটে বল জালে জড়ায়। প্রথম কোয়ার্টারে শেষ মিনিটে পিসি থেকে সমতায় ফিরে মেরিনার। মিলন হোসেনের পুশ প্রদীপ মোর স্টপ করার পর সোহানুর রহমান সোহান লক্ষ্যভেদ করেন। দ্বিতীয় কোয়ার্টারে আবারও এগিয়ে যায় মেরিনার। ২৫ মিনিটে পিসি পায় তারা। মিলনের পুশ মোর স্টপ করার পর সোহানের হিটে পরাস্ত হন গোলরক্ষক আল আমিন। ৫১ মিনিটে আবারও গোল করে মেরিনার। বক্সে ঢুকেই জোরালো হিট নেন প্রদীপ মোর এবং গোল করেন। ৫৭ মিনিটে মোহামেডানের সারোয়ার হোসেন গোল করলে জমে ওঠে ম্যাচ। শঙ্কাও জাগে আবাহনীর বিপক্ষে আগের ম্যাচে ৩-৩ সমতায় থাকার পর খেলার দুই সেকেন্ড বাকি থাকতে গোল হজম করে মেরিনারের হেরে যাওয়ার মতো একই ঘটনা ঘটে নাকি। কিন্তু শেষ পর্যন্ত এমনটা আর হয়নি। জিতেই শিরোপাজয়ের উল্লাসে মেতে ওঠে মেরিনারের খেলোয়াড়রা।
×