ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খান স্মরণ

প্রকাশিত: ০০:০৪, ২৮ নভেম্বর ২০২১

সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খান স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের অন্যতম সরোদবাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান। আজ রবিবার এই সঙ্গীতজ্ঞের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে স্মরণসভা ও সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় ওস্তাদ শাহাদাত হোসেন খানের জীবন ও কর্মের ওপর ডিজিটাল উপস্থাপনা। স্মরণসভায় শাহাদাত হোসেন খানের বর্ণিল কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিগণ এবং তার গুণমুগ্ধ সুধীজনরা। বক্তারা ওস্তাদ শাহাদাত হোসেনের স্মৃতিচারণ করেন এবং সঙ্গীতে তার অসামান্য প্রতিভা ও অবদানকে তুলে ধরেন। আলোচকরা ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিশ্বখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ আশীষ খান, নাট্যজন মামুনুর রশীদ, সুরকার শেখ সাদী খান, সঙ্গীতশিল্পী নাশিদ কামাল ও সুজিত মোস্তফা, বিশিষ্ট তবলাশিল্পী ওস্তাদ ইউসুফ খান, কবি আলফ্রেড খোকন, সাংবাদিক কাজী রওনাক হোসেন, অধ্যাপক সিআর আবরার, মনিরুল ইসলাম, লুতফুল কবির প্রমুখ।
×