ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম তালাবন্দী

প্রকাশিত: ২৩:৫৪, ২৮ নভেম্বর ২০২১

কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম তালাবন্দী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকলেও তা এক দিনের জন্যও ব্যবহার হয়নি। এ্যানেসথেসিয়া, আলট্রাসনোগ্রাম, এক্সরে মেশিনসহ সব কিছুই পলিথিনে মোড়ানো অবস্থায় তালাবন্দী হয়ে রয়েছে। দীর্ঘদিন গ্যারেজে পড়ে আছে এ্যাম্বুলেন্সও। জনবল না থাকায় এসব যন্ত্রপাতি চালানো যাচ্ছেনা বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্তকর্তা। অপরদিকে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার যখন নানামুখী পদক্ষেপ নিচ্ছে তখন চারদিকে নদীবেষ্টিত দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই জীর্ণদশার জন্য জবাবদিহিতা না থাকাকে দুষছেন বিএমএ’র নেতৃবৃন্দ। সরেজমিনে গিয়ে দেখা গেল, চাকচিক্যে ভরা দীঘলিয়া উপজেলার অপারেশন থিয়েটার। অত্যাধুনিক আলো, একাধিক অপারেশন টেবিল, ড্রেসিংয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে। কিন্তু তা পলিথিনে মোড়ানো। ২০১৬ সালে স্থাপিত পরিপূর্ণ অপারেশন থিয়েটারটি ক্ষণিকের জন্যও মানুষের সেবায় আসেনি। ২০১৪ ও ১৬ সালে এখানে আসে এ্যানেসথেসিয়া ও আলট্রাসনোগ্রাম মেশিন। সাত বছরে ব্যবহার না হওয়ায় ধুলার আবরণে ঢাকা পড়ে থাকা এই যন্ত্র দুটি পরবর্তীতে ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। আর ময়লা আর্বজনার মধ্যে রাখা ডিজিটাল এক্সরে মেশিনটি স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছিল ২০০৫ সালের ৩০ আগস্ট। এছাড়া ১১ লাখ ৮১ হাজার ৪৭৬ টাকার অত্যাধুনিক সুবিধাসংবলিত এ্যাম্বুলেন্সটি ২০১৬ সাল থেকে গ্যারেজেবন্দী। ময়লা ধুলো আর ব্যবহার না হওয়ায় বিকল প্রায় এ্যাম্বুলেন্সের ইঞ্জিন। দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম বলেন, লোকবল না থাকায় অপারেশন থিয়েটার চালানো সম্ভব হচ্ছে না। সার্জারি, মেডিসিন, অর্থপেডিক, শিশু, এ্যানেসথেসিয়া, ইএনটি, গাইনি, চর্ম, কার্ডিওলজি ও চক্ষু এই ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে থাকার কথা থাকলেও আছে মাত্র শিশু বিশেষজ্ঞ; এ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ পেয়েছি সম্প্রতি। আর মেডিক্যাল অফিসারের পদ ফাঁকা রয়েছে দুইটি। অপরদিকে রেডিওলজিস্ট না থাকায় চালানো সম্ভব হচ্ছেনা এক্সরে মেশিন। এছাড়া আমাদের দুইটি এ্যাম্বুলেন্স থাকলেও নাই কোন চালক। একজন আউটসোর্সিং কর্মী দিয়ে একটি এ্যাম্বুলেন্স চালিয়ে সেবা দেয়া হচ্ছে। তিনি আরও জানান, বিষয়টি বার বার উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিক ভাবে জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
×