ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জব্দ করা বন্যপ্রাণী অবমুক্ত

প্রকাশিত: ২৩:৫৩, ২৮ নভেম্বর ২০২১

জব্দ করা বন্যপ্রাণী অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, মোংলা ॥ বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে জব্দকৃত বন্যপ্রাণীগুলো সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। পূর্ব সুন্দরবনের কমরজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, গত ১৫ অক্টোবর বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর এলাকার চন্দ্রমহল ইকোপার্ক থেকে খুলনার র‌্যাব-০৬, বাগেরহাট জেলা প্রশাসক ও বনবিভাগের যৌথ অভিযানে জব্দকরা বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর মধ্য থেকে ১টি কুমির, ২টি চিত্রা হরিণ, ৫টি বানর, ২টি কচ্ছপ, ৭টি বক ও ২টি মাছমুড়াল পাখি শনিবার দুপুরে করমজলে অবমুক্ত করা হয়। বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন পিতলগঞ্জ মানবকল্যাণ লিল্লা ফান্ডের আয়োজনে এবং যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ৬শতাধিক স্থানীয় স্কুল শিক্ষার্থী ও দরিদ্র রোগীর মাঝে বিনামূল্যে ব্লাড ক্যাম্পিং ও বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দেয়া হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পিতলগঞ্জ এলাকার আব্দুল হক ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজে চলে এ কার্যক্রম। এতে বিানমূল্যে চিকিৎসাসেবা দেন রাজধানীর পঙ্গু হাসপাতালের ফিজিও থেরাপিস্ট ডাক্তার ইমামুল ইসলাম, ডিকেএমসি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার নাসিম ভুঁইয়া। এ সময় সেবাদানে অংশ নেন স্বেচ্চাসেবী সংগঠন পিতলগঞ্জ মানবকল্যাণ লিল্লা ফান্ডের উপদেষ্টা মনিরুল হক ভুইয়া প্রমুখ।
×