ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকা ঘরে থাকার স্বপ্ন পূরণ প্রতিবন্ধী হারুনের

প্রকাশিত: ২৩:৫৩, ২৮ নভেম্বর ২০২১

পাকা ঘরে থাকার স্বপ্ন পূরণ প্রতিবন্ধী হারুনের

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হারুনুর রশিদ (৫০)। বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামে। জন্ম হয়েছিল সুস্থ হয়ে। শিশুকালে টাইফয়েডে তার দুটি পা অচল হয়ে যায়। আর্থিক অবস্থা ভাল না থাকায় সুচিকিৎসা করানো হয়নি পরিবারের পক্ষে। সেই থেকে তার কষ্টের জীবন শুরু। কিছু বড় হওয়ার পর জীবিকার নির্বাহে তাকে ভিক্ষার পথ বেছে নিতে হয়। বিয়ে করেন। তিন কন্যা ও এক পুত্রসন্তান জন্ম হয়। ভিক্ষা করেই পরিবারের ভরণপোষণ করে আসছিলেন। জমিজমা না থাকায় নানা স্থানে বসবাস করতে হচ্ছিল। অবশেষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। ইউএনও, চেয়ারম্যান মিলে তাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করেন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তার হাতে তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে তার মাথা গোঁজার ঠাঁই হয় শায়েস্তাগঞ্জের লাদিয়া আশ্রয়ণে। সরেজমিন গেলে উপহারের ঘরে বসে এ প্রতিবেদকের কাছে এসব কথা জানালেন প্রতিবন্ধী হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন- নিজের ঘরে বসবাসের মজাই আলাদা। ঝালকাঠিতে যৌন নিপীড়নের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে নারীপক্ষ ও ঝালকাঠি দুর্বার নেটওয়ার্ক এ মানববন্ধনের আয়োজন করে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচী পালন করে তারা। এতে স্থানীয় নারীনেত্রী, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি পুরুষরাও অংশ নেয়।
×