ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবনির্মিত ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন

বিএসবিআরএর নতুন কমিটি ॥ আবু তাহের ফের প্রেসিডেন্ট

প্রকাশিত: ২৩:৩৩, ২৮ নভেম্বর ২০২১

বিএসবিআরএর নতুন কমিটি ॥ আবু তাহের ফের প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশিষ্ট শিল্পপতি মোঃ আবু তাহের বিএসবিআরএর আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তারা হলেন, কামাল উদ্দিন আহম্মেদ, (১ নং) এসএম আল মামুন (২নং) ও জহিরুল ইসলাম রিংকু (৩নং)। নির্বাহী সদস্য হয়েছেন, মোঃ নাজিম উদ্দিন, লিয়াকত আলী চৌধুরী, মাস্টার আবুল কাশেম, মোঃ লোকমান, মোঃ নাঈম শাহ ইমরান, মোঃ করিম উদ্দিন, মোঃ সেকেন্দার হোসেন। শনিবার দুপুরে সীতাকু-ের ভাটিয়ারির বানুর বাজার এলাকায় সংস্থার নবনির্মিত ট্রেনিং ইনস্টিটিউট কাম কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিতরা সকলেই আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে ভাটিয়ারির বানুর বাজারে এ্যাসোসিয়েশনের নবনির্মিত এ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়। ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ৩৮তম সভায় ২০২০-২১ অর্থবছরের অডিট রিপোর্ট ও হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া এ্যাসোসিয়েশনের ২০২১-২২ অর্থবছরের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ করা হয়। সভায় ২০২১-২২ এবং ২০২২-২৩ দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত বিএসবিআরএ’র ১১ সদস্যের নতুন কমিটিকে বরণ করে নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সভাপতি শিল্পপতি সুফী মিজানুর রহমান, সিনিয়র সদস্য শওকত আলী চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা। সভায় কার্যনির্বাহী কমিটির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যত করণীয় বিষয়ক সিদ্ধান্ত হয়। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের ভবিষ্যত চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবেলা করে এ শিল্পের সার্বিক অগ্রগতি ও উন্নতির বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, বিএসবিআরএ-এর সদস্যদের মাধ্যমে বছরে গড়ে প্রায় তিনশ’ স্ক্র্যাপ জাহাজ আমদানি হয়ে থাকে। রিসাইক্লিং-এর মাধ্যমে জাহাজের স্ক্র্যাপ থেকে উৎপাদিত হয় প্রায় ৩০ লাখ টন রড। যা দেশের চাহিদার প্রায় ৭০ শতাংশ বিভিন্ন সাইজের রডের চাহিদা মেটায় আর সরকারী কোষাগারে রাজস্ব যোগান হয় গড়ে প্রায় দেড় হাজার কোটি টাকা।
×